বিনোদন বিভাগে ফিরে যান

বিদ্যা বালনের প্রথম শর্ট ফিল্ম

May 28, 2020 | < 1 min read

বিদ্যা বালন এ বার প্রযোজনায়। তাঁর নতুন শর্ট ফিল্ম ‘নটখট’-এর ফার্স্ট লুক মুক্তি পেয়েছে সদ্য। শাড়ি পরা বিদ্যার সঙ্গে পোস্টারে রয়েছে একটি বাচ্চা ছেলে। বিদ্যা ছেলেটির মা কিনা তা অবশ্য পরিষ্কার করে বলা নেই কোথাও। ছবিটির পরিচালক শান ব্যাস। প্রযোজনা করেছেন বিদ্যা আর রনি স্ক্রুওয়ালা।

গত বছর জুলাইতেই এই শর্ট ফিল্মের কথা ঘোষণা করেছিলেন তিনি। ছবির গল্প এত পছন্দ হয় নায়িকার যে, অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করার কথাও ভাবেন তিনি। সেটাই তিনি লিখেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়।

কিছুদিনের মধ্যে‌ই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি শকুন্তলা দেবীর আত্মজীবনী। বিদ্যার স্বামীর ভূমিকায় অভিনয় করছেন যিশু সেনগুপ্ত। সানিয়া মালহোত্রা আর অমিত সাদও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Vidya Balan, #Natkhat, #Vidya, #Short film

আরো দেখুন