উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে ক্রমশ দাপট বাড়াচ্ছে করোনা

May 31, 2020 | < 1 min read

কোচবিহারে নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩২ জন। জেলা প্রশাসনের হাতে স্বাস্থ্য দপ্তরের এই রিপোর্ট আসার পর ঘুম ছুটেছে প্রশাসনিক কর্তাদের৷ জানা গিয়েছে, গত কয়েকদিন রিপোর্ট না আসার পর শুক্রবার রাতেই জেলার এই পরিসংখ্যান সামনে এসেছে।

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই আক্রান্তদের কোয়ারান্টিনে রাখা হয়েছিল। গত ২০ মে তাঁদের সোয়াব পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল শিলিগুড়িতে। ৫৮৯ জনের রিপোর্ট নেগেটিভ এলেও যে ৩২ জনের রিপোর্ট পজিটিভ রয়েছে তাঁদের সকলকে শিলিগুড়িতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, দেরিতে শুরু হলেও মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার উত্তর দিনাজপুরে ৮ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে পরিযায়ী শ্রমিক ছাড়াও রয়েছেন পরিযায়ী শ্রমিক এবং চিকিৎসার জন্য ভিন রাজ্য ফেরত বাসিন্দারাও৷

এদিকে এই পরিস্থিতির মধ্যেও পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে। কোয়ারান্টিন সেন্টারে খাবার সঠিক সময়ে দেওয়া হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করলে এক পরিযায়ী শ্রমিককে মারধর করা হয় বলে অভিযোগ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#North Bengal, #Coronavirus, #Corona Virus, #CoronaOutbreak, #cooch behar

আরো দেখুন