রাজ্য বিভাগে ফিরে যান

একুশের লক্ষ্যে রাজ্য বিজেপিতে ব্যাপক রদবদল

June 1, 2020 | < 1 min read

করোনা আতঙ্ক এখনও বহাল। করোনার জেরে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট। কবে পুরভোট হবে, সেসম্পর্কে এখনও কিছুই জানায়নি রাজ্য নির্বাচন কমিশন। তবে এরমধ্যেই একুশের বিধানসভা ভোটের ঘুঁটি সাজাতে শুরু করল বঙ্গ বিজেপি। দলে ব্যাপক সাংগঠনিক রদবদল করা হল। সম্পাদক হলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত সম্পাদক। আর অর্জুন সিংকে করা হয়েছে সহ সভাপতি। প্রোমোশন হয়েছে লকেটেরও। দলের সাধারণ সম্পাদক হলেন লকেট চট্টোপাধ্যায়। দায়িত্ব বাড়ল সাংসদ সৌমিত্র খাঁ, বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালেরও। তবে ডিমোশন হয়েছে রাজু বন্দ্যোপাধ্যায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। 

সম্পাদক সব্যসাচী, প্রোমোশন হল লকেটের সংগৃহীত চিত্র

একনজরে কে কোন পদ পেলেন-
সব্যসাচী দত্ত- সম্পাদক
অর্জুন সিং- সহ সভাপতি
সাধারণ সম্পাদক- লকেট চট্টোপাধ্যায় (হুগলির সাংসদ) ও জ্যোতির্ময় মাহাত (পুরুলিয়ার সাংসদ) 
মহিলা মোর্চা সভাপতি- অগ্নিমিত্রা পল 
যুব মোর্চা সভাপতি- সৌমিত্র খাঁ
প্রতাপ বন্দ্যোপাধ্যায়- সহ সভাপতি 
রাজু বন্দ্যোপাধ্যায়- সহ সভাপতি 

উল্লেখযোগ্যভাবে সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ দেওয়া হয়েছে প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও রাজু বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের পরিবর্তে ২ জনকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে, সহ সভাপতি করা হয়েছে ভারতী ঘোষকে। সহ-সভাপতি হিসেবে রাখা হয়েছে সিপিএম থেকে আসা মাহফুজা খাতুনকেও। আর খগেন মুর্মুকে করা হয়েছে ST মোর্চা সভাপতি। SC মোর্চা সভাপতি করা হয়েছে বিধায়ক দুলাল ভরকে।

প্রসঙ্গত, নতুন এই কমিটি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব মিলে স্থির করেছে। দিলীপ গোষ্ঠী, মুকুল গোষ্ঠী, রাহুল গোষ্ঠী- রাজ্য বিজেপির অন্দরে সব অংশেরর মধ্যেই সমন্বয়ের চেষ্টা হয়েছে এই কমিটির মধ্য দিয়ে। লক্ষ্য একটাই ২০২১-এর বিধানসভা নির্বাচন। যদিও, এই কমিটি নিয়ে রাজ্য দফতরে বিক্ষোভ হতে পারে বলে ধারণা রাজ্য নেতৃত্বে একাংশের।

TwitterFacebookWhatsAppEmailShare

#BJP West Bengal, #Sabyasachi Dutta, #Locket Chatterjee

আরো দেখুন