দেশ বিভাগে ফিরে যান

লক্ষ লক্ষ ভক্ত ছাড়াই এবার অনুষ্ঠিত হবে পুরীর রথযাত্রা

June 1, 2020 | < 1 min read

করোনা সংক্রমণ রোধে এবছর পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা হবে দেশ -বিদেশের লক্ষ লক্ষ ভক্তের অনুপস্থিতিতেই। সমস্ত ধর্মীয় রীতি মেনে প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা এবং বলরাম দেবের রথযাত্রা অনুষ্ঠিত হলেও, ভক্তদের তা প্রত্যক্ষ করতে হবে বাড়িতে বসে টেলিভিশনের পর্দায় চোখ রেখে। 

শ্রী জগন্নাথ টেম্পল ম্যানেজিং বডির (এসজেটিএমবি) জরুরি বৈঠকে রথযাত্রা সংক্রান্ত ওই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু রথযাত্রাই নয়, আসন্ন স্নানপূর্ণিমা, বহুদা (মাসির বাড়ি গুণ্ডিচা মন্দির থেকে ফেরা) যাত্রা এবং রথযাত্রা শেষে জগন্নাথ দেবের মূল মন্দিরে অধিষ্ঠান, সবকিছুতেই ব্রাত্য রাখা হচ্ছে ভক্তকুলকে। এমনকী বাৎসরিক রীতি প্রভু জগন্নাথ দেবের ‘সোনাবেশ’ দেখার সৌভাগ্যও এবার হবে না কারও। 

লক্ষ লক্ষ ভক্ত ছাড়াই এবার অনুষ্ঠিত হবে পুরীর রথযাত্রা

বাছাই করা কয়েকজন সেবাইত, দৈতাপতি এবং পুলিস কর্মীদের উপস্থিতিতে বের হবে জগন্নাথ দেবের ‘নন্দী ঘোষ’, দেবী সুভদ্রার ‘ দর্প দলন’ এবং বল রাম দেবের ‘তাল ধ্বজা’ নামের রথ তিনটি।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, রথযাত্রার বেশ কয়েকদিন আগে থেকেই পুরীতে ঢোকা এবং বের হওয়ার সমস্ত রাস্তা ‘সিল’ করা হচ্ছে। পুরী শহরের যে রাস্তা গ্রান্ট রোড বা বড় দণ্ড দিয়ে রথ যায়, সেই রাস্তাতেও সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #rath yatra, #jagannath temple, #Lockdown

আরো দেখুন