উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

করোনা দাপটের মধ্যেই রাজ্যে সোয়াইন ফ্লু-র আশঙ্কা

June 1, 2020 | < 1 min read

কোন দাগের মালিক কে? দাগি শুয়োরের মালিক খুঁজতে এবার পুলিশের সাহায্য চাইল জলপাইগুড়ি পুরসভা। সোয়াইন ফ্লু রুখতে জেলা স্বাস্থ্য দফতরের সতর্কবার্তা পেতেই শুয়োর ধরার অভিযানে নামল পুরসভা।

একে করোনার দাপট। তার মধ্যেই সোয়াইন ফ্লু ছড়ানোর আশঙ্কার কথা শুনিয়েছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। সতর্কবার্তা পেতেই নড়েচড়ে বসে জলপাইগুড়ি পুরসভা। শুরু হয় শুয়োর ধরা অভিযান। ধরাও পড়ে বেশ কয়েকটি শুয়োর। তাদের কারও কান কাটা। তো কারও আবার গায়ে কাটা দাগ।

শুয়োর ধরার অভিযান শুরু হল

নিজের শুয়োর চেনার জন্য দাগ কেটে অন্তরালে থাকা শুয়োরের মালিকদের খুঁজে বের করতে পুলিশের সাহায্য চাইল জলপাইগুড়ি পুরসভা। জলপাইগুড়ি পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য তথা আইনজীবী সৈকত চট্টোপাধ্যায়ের কথায়, সংকটের এই সময়ে যারা শুয়োরের ব্যবসা করতে গিয়ে শহরকে নতুন করে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, তাদের শাস্তি হওয়া দরকার।

এই অভিযান চলবে। পাশাপাশি সোয়াইন ফ্লু রুখতে নিকাশি নালা পরিস্কার, জঞ্জাল সাফাইয়ের কাজও হবে ধারাবাহিকভাবে। জানিয়েছেন প্রশাসনিক বোর্ডের সদস্য।

TwitterFacebookWhatsAppEmailShare

#Coronavirus, #jalpaiguri, #swine flu

আরো দেখুন