প্রযুক্তি বিভাগে ফিরে যান

DSLR কে দশ গোল দেবে Mi 10 5G

June 2, 2020 | 2 min read

সব অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতে Xiaomi, Mi 10 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Mi 10 5G সংস্থার সাম্প্রতিকতম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যাতে রয়েছে দুটি নতুন IoT ইকোসিস্টেম প্রোডাক্ট। 

108MP কোয়াড-ক্যামেরা সেট আপের সঙ্গে, Qualcomm® Snapdragon™ 865 চিপসেট রয়েছে 5G। নয়া এই ফোনে রয়েছে 3D কার্ভড E3 AMOLED ডিসপ্লে , শক্তিশালী 4780mAh ব্যাটারি, 30W ওয়্যারলেস চার্জিং। দুর্ধর্ষ সব ফিচার্সে ভরপুর Mi 10 ব্যবহারকারীকে এক নতুন প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের সবরকম অভিজ্ঞতা দিতে প্রস্তুত। 

দুর্দান্ত পারফরম্যান্স

এই ডিভাইসে রয়েছে সাম্প্রতিকতম ফ্ল্যাগশিপ Qualcomm® Snapdragon™ 865 চিপসেট আটটি Kryo 585 কোর, যার মাধ্যমে অতুলনীয় পাওয়ার এফিসিয়েন্সি এবং পারফরম্যান্স পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে X55 মোডেম লাইটনিং-ফাস্ট 5G কেবল কানেক্টিভিটির জন্যই। এই স্মার্টফোনে 5G মাল্টিলিংক সাপোর্ট করায় তিনটি নেটওয়ার্কে (2.4GHz Wi-Fi, 5GHz Wi-Fi এবং মোবাইল ডেটা) পর্যায়ক্রমে কানেকশন মেলে।

8GB RAM (LPDDR5) এবং 128GB অথবা 256GB ROM (UFS 3.0) -এর সাহায্যে Mi 10, ইউজারকে আল্ট্রা-স্মুথ অপারেটিং অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করে। সব থেকে উন্নত কুলিং সিস্টেমের সঙ্গেই Mi 10 –এ ব্যবহার করা হয় লিকুইড কুল 2.0 যা অত্যাধুনিক কুলিং সিস্টেম। এতে রয়েছে বড় ভেপার চেম্বার এবং মাল্টি-লেয়ার গ্রাফাইট ও গ্রাফিন স্ট্যাকস যা তাপ শোষণ করে এবং দীর্ঘ সময় সেরা পারফরম্যান্স সুনিশ্চিত করতে পারে।

DSLR কে দশ গোল দেবে Mi 10 5G

বহুমুখী ফাংশনের মিশেল Mi 10

Mi 10 আসলে দুর্দান্ত ডিজাইন এবং বহুমুখী ফাংশনের মিশেল। এতে রয়েছে 16.9cm (6.67) 3D কার্ভড E3 AMOLED এজ-টু-এজ ডট ডিসপ্লে ট্রুকালার টেকনোলজি, যা এই একজন ব্যবহারকারীকে দারুণ কালার অ্যাকুরেসির সঙ্গে ছবি তুলতে সাহায্য করে। 

এর 3D কার্ভড গ্লাস ডিজাইন ও রিয়্যালিস্টিক হ্যাপটিক সিস্টেম আরামদায়ক ইন-হ্যান্ড অনুভূতি নিশ্চিত করে। সামনে ও পিছনের দিকে কর্নিং গোরিলা গ্লাস 5 ফোনটির মজবুত গঠন সুনিশ্চিত করে।

90Hz ডিসপ্লের সঙ্গে 180Hz টাচ স্যাম্পলিং ও ইন্ডাস্ট্রি-লিডিং 1216 সুপার লিনিয়ার ডুয়াল স্টিডিও স্পিকার সিস্টেম LHDC এবং atpX কোডেক সাপোর্ট যুক্ত হয়েছে যা Mi 10-কে অতুলনীয় ইমারসিভ ভিস্যুয়াল, অডিয়ো এবং টাচ এক্সপিরিয়েন্স দিতে সাহায্য করে।

Mi 10 স্মার্টফোনে রয়েছে 30W ওয়্যারড চার্জিং ও বিশ্বের সবথেকে দ্রুততম 30W ওয়্যারলেস চার্জিং। এতে 10W রিভার্স ওয়্যারলেস চার্জ সাপোর্ট করে, যার ফলে ব্যবহারকারী সহজেই চলমান অবস্থায় তাঁর ফোন চার্জ করে নিতে পারেন। দারুণ চার্জিং স্পিডের সঙ্গেই Mi 10 ফোনে থাকছে 4780mAh ব্যাটারি ও 30W ফাস্ট চার্জার ইন বক্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mi 10 5G, #technews

আরো দেখুন