জীবনশৈলী বিভাগে ফিরে যান

স্নানের সময়ে লুফা ব্যবহার ক্ষতি করছে আপনার?

June 2, 2020 | < 1 min read

দিনের শুরু কিংবা শেষ স্নান মাত্রই একরাশ ক্লান্তি থেকে মুহূর্তে মুক্তি। সেই সঙ্গে যদি সুগন্ধী বডিওয়াশ আর তুলতুলে লুফা থাকে তাহলে তো কোনও কথাই নেই। এই গরমে আপনিও নিশ্চয় লুফা ব্যবহার করছেন? লুফা ব্যবহারের বেশ কয়েকটি ভালো দিক রয়েছে। যেমন হাত দিয়ে ঘষে সাবান লাগালেও তেমন ময়লা পরিষ্কার হয় না।

কিন্তু লুফা ব্যবহার করলে তা স্ক্রাবিং এর কাজ করে। শরীরের মৃত কোশকে দূর করে। তবে লোফা কিন্তু নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন। সেই সঙ্গে স্যানিটাইজও। কারণ লুফা থেকে সংক্রমণ ছড়াতে পারে। আর একে অপরের লুফা ব্যবহার না করাই শ্রেয়। এছাড়াও লুফা ভেজা থাকলে তাতে ফাঙ্গাস হতে পারে। যা আপনি খালি চোখে বুঝতে পারবেন না।

এই করোনার সংকটকালে সংক্রমণের হাত থেকে লুফার যত্ন নিন। ৬ মাসের বেশী একটানা কোনও লুফা ব্যবহার করবেন না। গরম জুলে লুফা ভিজিয়ে পরিষ্কার করুন। অবশ্যই তা ভালভাবে শুকিয়ে নিতে হবে। মনে রাখবেন লুফা থেকে ইউরিনারি ট্র্যাক ইনফেকশনও হতে পারে। প্রতিদিন স্নারের পর ডেট জলে লুফা ভালো করে চুবিয়ে নিয়ে রোদে শুকিয়ে নিন। সম্পূর্ণ জল ঝরলে আবার পরের দিন ব্যবহার করুন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Life Style, #Coronavirus, #Bath, #luffa

আরো দেখুন