শীঘ্রই মাধ্যমিকের ফল প্রকাশের প্রক্রিয়া শুরু
দ্রুত মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি উত্তরপত্র দেখার কাজ শেষ করতে হবে বলে প্রত্যেক পরীক্ষককে পর্ষদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া শেষ। নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হতে চলেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। জুলাই মাসের মধ্যেই প্রকাশিত হবে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল।
করোনা ভাইরাস সংক্রমণের জেরে মাঝপথে উচ্চমাধ্যমিক পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছিল। এদিকে, মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, তা নিয়েও সংশয় দেখা দেয়। পর্ষদের তরফে জানানো হয়েছে, এখনও প্রায় ১০ শতাংশ পরীক্ষকের খাতা দেখা বাকি রয়েছে। প্রধান পরীক্ষকের হাতে সেই সব খাতা এখনও জমা পড়েনি। তাঁদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। সব খাতা হাতে পেলে প্রধান পরীক্ষকদের বোর্ডের কাছে উত্তরপত্র জমা দেওয়ার জন্যে আরও দু’দিন সময় দেওয়া হবে।
পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, চারদিন পর বোর্ডের হাতে সব উত্তরপত্র আসার পরই ফাস্ট ট্রাক পদ্ধতিতে ট্যাবুলেশন প্রক্রিয়া শুরু করা হবে। আর তারপরেই ফল প্রকাশ করা সম্ভব হবে। ফল বেরানোর কোনও নির্দিষ্ট তারিখের উল্লেখ না করলেও ওই আধিকারিক জানান, জুলাইয়ের মাঝামাঝি সময়ের মধ্যে সব তৈরি হয়ে যাবে। এবছর পরীক্ষকদের মোট ২৭ লক্ষ খাতা দেখতে হয়েছে।