শুক্রবার ভিডিয়ো-বৈঠকে মমতা
ফের দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো-বৈঠক করতে চলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী শুক্রবার, ৫ জুন বিকেল পাঁচটায় এই ভিডিয়ো কনফারেন্স হবে বলে তৃণমূল সূত্রে খবর।
উম্পুন পরবর্তী পরিস্থিতে দলের বিধায়করা কী ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, দলনেত্রী তার খতিয়ান জানতে চাইবেন বলে মনে করা হচ্ছে। ভিন রাজ্য থেকে বহু মানুষ ফিরে আসায় জেলায় জেলায় করোনা-সংক্রমণ ঊর্ধ্বমুখী। এই পরিস্থতিতে দলের বিধায়কদের গুরুত্বপূর্ণ কিছু নির্দেশ দিতে পারেন মমতা।
তবে তার আগে আজ, মঙ্গলবার দলের বিধায়কদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স হবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের। দিনকয়েক আগে সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিয়ো কনফারেন্স করেছিলেন দলের নানা স্তরের নেতৃত্বের সঙ্গে।
লকডাউন শিথিল হলেও এক ছাদের তলায় জমায়েত হয়ে দলীয় বৈঠক করার মতো পরিস্থতি এখনও আসেনি। তা ছাড়া উম্পুন পরবর্তী পরিস্থিতিতে নিজের এলাকায় ত্রাণ ও পুনর্বাসনের কাজেও সময় দিচ্ছেন জনপ্রতিনিধিরা। তাই আপাতত ভিডিয়ো বৈঠকই ভরসা।