দেশ বিভাগে ফিরে যান

বিদ্যুৎ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ

June 2, 2020 | 2 min read

কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২০-র বিরুদ্ধে সোমবার প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন ভারতের কয়েক লক্ষ বিদ্যুৎ ক্ষেত্রের কর্মী ও ইঞ্জিনিয়ার। অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স ফেডারেশন (এআইপিইএফ)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ওই বিলের মাধ্যমে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন বিদ্যুৎ বণ্টন সংস্থার বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত মাসেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিভিন্ন বিদ্যুৎ বণ্টন সংস্থার বেসরকারিকরণ করার পরিকল্পনা করেছে সরকার। সেই মোতাবেক সরকারের তরফে বিদ্যুৎ সংশোধনী বিল, ২০২০-র খসড়া প্রকাশ করা হয় গত ১৭ এপ্রিল।

ক্ষোভে সামিল হলেন ভারতের কয়েক লক্ষ বিদ্যুৎ ক্ষেত্রের কর্মী ও ইঞ্জিনিয়ার

এআইপিইএফ মুখপাত্র ভি কে গুপ্তা বলেছেন, ‘আজ সারা দেশের বিদ্যুৎ ক্ষেত্রের কয়েক লক্ষ কর্মী ও ইঞ্জিনিয়ার সামাজিক দূরত্ব মেনে বিদ্যুৎ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। এই বিল কৃষক ও সাধারণ গার্হস্থ্য গ্রাহকের স্বার্থ বিরোধী। কারণ, এর মাধ্যমে গোটা দেশের বিদ্যুৎ ক্ষেত্রকে পুরোপুরি বেসরকারিকরণের পথে নিয়ে যেতে চাইছে সরকার।’

সংগঠনটির দাবি, বিলটি সংসদে গৃহীত হওয়ার পরে আইনে পরিণত হলে কৃষকদের মাসে ৫,০০০-৬,০০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হবে। অন্য দিকে, মাসে ৩০০ ইউনিট ব্যবহার করা পর্যন্ত গার্হস্থ্য বিদ্যুৎ গ্রাহকরা বর্তমানে মাসুলে যে ভর্তুকি পান, তা-ও উঠে গিয়ে তাঁদের ইউনিট প্রতি মাসুল দাঁড়াবে ৮-১০ টাকা।

এআইপিইএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দরিদ্র গ্রাহক ও কৃষকদের সস্তায় বিদ্যুৎ দিতে বর্তমানে ক্রস সাবসিডি ব্যবস্থা রয়েছে। এই বিল আইনে পরিণত হলে তা উঠে যাবে। বর্তমানে বিদ্যুৎ সংবিধানের যৌথ তালিকাভুক্ত। অথচ, এই বিল এনে কেন্দ্র রাজ্যগুলির সমস্ত অধিকার কেড়ে নিতে চাইছে, যা একেবারেই মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, বিদ্যুৎ ক্ষেত্র থেকে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মৃত্যুঘণ্টা বাজিয়ে শুধুমাত্র বেসরকারি সংস্থাগুলিকে ব্যবসা করার সুযোগ-সুবিধা নিশ্চিত করা।’

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #power amendment bill

আরো দেখুন