প্রযুক্তি বিভাগে ফিরে যান

কি করে মোবাইল থেকেই করবেন পাসপোর্টের আবেদন?

June 3, 2020 | 2 min read

যেখানকারই বাসিন্দা হোন না কেন, এবার দেশের যে কোনও প্রান্ত থেকে পাসপোর্টের জন্য আবেদন করা যাবে। এমনই এক প্রকল্প এনেছে কেন্দ্র। পাসপোর্ট পরিষেবার জন্য mPassportSeva নামে একটি মোবাইল অ্যাপেরও সূচনা হয়েছে অনেক আগেই। 

এই অ্যাপের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং iOS স্মার্টফোন থেকে পাসপোর্টের আবেদন করা যায়। একইসঙ্গে টাকা জমা দেওয়া এবং পাসপোর্ট হাতে পাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি করা যাবে এই অ্যাপের মাধ্যমে।

কি ভাবে mPassportSeva অ্যাপের মাধ্যমে আবেদন করবেন?

পাসপোর্টের জন্য ওয়েবসাইটে যেভাবে আবেদন করতে হয় অ্যাপের ক্ষেত্রেও একই পদ্ধতি মেনে চলতে হবে। যেমন:-

স্টেপ ১: ‘নিউ ইউজার রেজিস্ট্রেশন’ অপশনে যান

স্টেপ ২: তালিকা থেকে নিজের পছন্দের পাসপোর্ট অফিস বেছে নিন

স্টেপ ৩: নিজের নাম, জন্মতারিখ, ইমেল আইডি, ঠিকানা-সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য এন্টার করুন

স্টেপ ৪: এবার আপনাকে একটি Username ক্রিয়েট করতে হবে। সেইসঙ্গে একটি Password-ও ক্রিয়েট করতে হবে। পরবর্তী সময়ে অ্যাপে লগইনের ক্ষেত্রে এই Username এবং Password লাগবে

মোবাইলে পাসপোর্টের আবেদন

স্টেপ ৫: সিকিউরিটির জন্য একটি প্রশ্ন সিলেক্ট করতে হবে আপনাকে, সেইসঙ্গে এর উত্তর অ্যাড করতে হবে

স্টেপ ৬: ভেরিফিকেশনের জন্য এবার পালা CAPTCHA কোড এন্টারের। হয়ে গেলে আবেদনটি Submit করুন

স্টেপ ৭: অ্যাপ থেকে Logout করুন। এর পরে ই-মেলের ইনবক্সে গিয়ে ভেরিফিকেশন লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পাসপোর্ট ওয়েবসাইট পেজ খুলে যাবে। এর পরে আপনাকে Login ID এবং Password এন্টার করতে হবে

স্টেপ ৮: ভেরিফিকেশন প্রক্রিয়া পূর্ণ হলে mPassportSeva ওপেন করে Existing User ট্যাবে যান

স্টেপ ৯: Login ID এবং Password এবং CAPTCHA কোড এন্টার করুন

স্টেপ ১০: এর পরে ‘Apply for Fresh Passport’ অপশনটি সিলেক্ট করুন নির্দেশিকা অনুসারে আবেদনপত্রটি পূরণ করুন। এই প্রক্রিয়া শেষ হলে আবেদনপত্রটি Submit করুন। 

এটি করলে আপনার কাছে একটি কোড আসবে। এই কোড পাসপোর্ট হাতে না আসার আগে পর্যন্ত নানা প্রয়োজনে কাজে আসবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#passport, #mPassport Seva, #Mobile Application

আরো দেখুন