নবান্নে ২ ড্রাইভারের শরীরে COVID19 পজিটিভ, স্যানিটাইজ করা হচ্ছে গোটা বিল্ডিং
নবান্নে এ বার করোনার থাবা! নবান্নে দুই ড্রাইভারের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস৷ পরীক্ষায় দেখা গিয়েছে, দুজনের শরীরেই COVID19 পজিটিভ৷ এরপরেই নবান্নের সব ড্রাইভারের করোনা ভাইরাসের টেস্ট করা হচ্ছে৷ আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার গোটা নবান্ন ভবন স্যানিটাজড করা হবে বলে জানা গিয়েছে৷
গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে৷ বাংলায় এখন করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি৷ ২৬৩ জনের মৃত্যু হয়েছে৷ আরও ৭২ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ হলেও তাঁদের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটিতে৷ গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ৩০০ জন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷
তবে বহু করোনা আক্রান্ত সুস্থও হয়ে উঠেছেন৷ ২ হাজার ৪১০ জন এখনও পর্যন্ত বাংলায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন৷ মঙ্গলবারই কলকাতায় একলাফে ১১৬ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷ এখনও পর্যন্ত যা সর্বোচ্চ৷