বিনোদন বিভাগে ফিরে যান

শ্রীলেখা-সৌকর্যের মধ্যে চলছে উত্তপ্ত বাক-বিতণ্ডা!

June 4, 2020 | < 1 min read

বিতর্ক চরমে! শ্রীলেখা মিত্র অভিযোগ করেছেন, “রেনবো জেলি? ছবিটি আমার কাছে খুব স্পেশ্যাল। “পরিপিসি” আমার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছে। কিন্তু নেটফ্লিক্সে এই ছবিটির টাইটেল কার্ডে আমার নামটাই নেই। কাস্টিং লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। হয়তো এই ছবিটার নামের সঙ্গে আমার নাম যেতে পারে, এতটা যোগ্য মনে করা হয়নি আমাকে। যদিও অনেকেই জানেন আমি ছবিটার জন্য কী না করেছি যদিও প্রথমে ব্যাপারটা আমার নজরে আসেনি। পরিচালক আদিত্য বিক্রম সেনগুপ্ত আমার নজরে আনেন বিষয়টা। পরে অনেকেই বলেন। এটা কার অবহেলায় হল সেটা আমি জানি না আর কেন হল সেটাও যদি কেউ আমাকে বুঝিয়ে দেন, তাহলে কৃতজ্ঞ থাকব, রাগত কণ্ঠস্বর শ্রীলেখার। তাঁর বক্তব্য, দোষটা ওটিটি প্ল্যাটফর্মের নয়। তিনি ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলেছেন। আন্দাজ করা যাচ্ছে তাঁর সন্দেহের তির পরিচালক সৌকর্য ঘোষাল এবং অন্যতম প্রযোজক পুজা চট্টোপাধ্যায়ের (সৌকর্যর স্ত্রী) দিকেই।

https://www.facebook.com/photo?fbid=10218317340029660&set=a.2781132732260

তিনি এও দাবি করেছেন ওই ছবিতে কাজ করতে গিয়ে নিজের পারিশ্রমিকের দিকটিও ভেবে দেখেননি যেদিও এর কোনও লিখিত প্রমাণ তাঁর কাছে নেই, সেটাও বলেন)। এমনকী, পুরো পারিশ্রমিক পানওনি। তাঁকে নাকি বলা হয়েছিল, ছবি রিলিজের পর বাকি অর্থ পাবেন। কিন্ত সেটা পাননি। এই বিষয়ে ছবির পরিচালক সৌকর্য ঘোষালের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন অভিযোগ উঠলে জিএসটি বিল দেখাতে রাজি আছেন তিনি। আর শ্রীলেখার অভিযোগের উত্তরে সৌকর্য বললেন, “প্রথমত মোবাইলে নেটক্লিক্স আ্যাপটি দেখলে ছবির কাস্টিংয়ের প্রথম তিনটি নামই দেখায়। কিন্তু ডেক্সটপ বা ল্যাপটপে দেখলে সকলের নাম দেখায় আর সেখানে ওঁর নাম আছে। সব ছবির ক্ষেত্রেই তাই হয়। দ্বিতীয়ত, উনি পোস্টের কমেন্টে লিখেছেন এটি নাকি নেটফ্রিক্সের দোষ নয়, তাহলে দোষটা কার? আমাদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্রের অভিযোগ থাকে, তাহলে তো সেটা প্রমাণ করতে হবে। নাহলে তো আমিশ আইনের দ্বারস্থ হব।” তর্ক-বিতর্ক চলছেই।

https://www.facebook.com/photo?fbid=3871170242924001&set=a.127062234001506
TwitterFacebookWhatsAppEmailShare

#Netflix, #Sreelekha Mitra, #Soukarya Ghosal

আরো দেখুন