বিনোদন বিভাগে ফিরে যান

কিংবদন্তি পরিচালক বাসু চট্টোপাধ্যায়ের জীবনাবসান, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্রমহল

June 4, 2020 | < 1 min read

একাধারে পরিচালনা একাধারে স্ক্রিন প্লে লেখা, সমস্ত দিক থেকেই তাঁর গুণের অন্ত ছিল না ! তিনি বাসু চট্টোপাধ্যায়। আর এই মহাসংকটকালে ফের একবার ভারতীয় চলচ্চিত্র জগতকে কাঁদিয়ে শিল্পমহলে বড়সড় নক্ষত্রপতন হল। চলে গেলে বাসু চট্টোপাধ্যায়।

ছবি সৌজন্যেঃ অশোক পণ্ডিতের টুইট

৯৩ বছর বয়সী এই প্রবাদপ্রতীম চলচ্চিত্র ব্যাক্তিত্ব বহু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। আর দীর্ঘ রোগভোগের পরই এদিন প্রয়াত হন বাসু চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এই দুঃসংবাদ ফিল্ম ও টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অশোক পণ্ডিত। এদিন দুপুর ২টো নাগাদ এই পরিচালকের অন্ত্যেষ্টী কর্ম সম্পন্ন হবে স্যান্টাক্রুজে।

‘রজনীগন্ধা’, ‘এক ছোটি সি বাত,” এক রুকা হুয়া ফ্যায়সলা’ সহ একাধিক মর্মস্পর্শী ছবির পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়। উল্লেখ্য,১৯৩০ সালে রাজস্থানের আজমেঢ়ে জন্মগ্রহণ করেন বাসু চট্টোপাধ্যায়। এরপর বহু পথ পেরিয়ে চলচ্চিত্র জগতে তাঁর পদার্পণ। হিন্দি ছবির পাশাপাশি বাংলা ছবি ‘হঠাৎ বৃষ্টি’, ‘চুপ চুপি’, ‘টক ঝাল মিষ্টি’ র মতো ছবিও তিনি নির্মাণ করেছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bolywood, #Filmmaker, #Basu Chatterjee

আরো দেখুন