← দেশ বিভাগে ফিরে যান
মোদি-অমিত শাহকে আক্রমণ তৃণমূলের
ট্রেনের সাধারণ কোচকে করোনার কোয়ারেন্টাইনের কাজে ব্যবহার করার বিষয়টিকে ‘গিমিক’ বলেই তোপ দাগল তৃণমূল। শ্রমিক স্পেশালে ৮০ জন পরিযায়ী শ্রমিকের বেঘোরে প্রাণ হারানো নিয়েও মোদি-শাহকে কাঠগড়ায় দাঁড় করালেন দলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও’ব্রায়ান। তিনি বলেন, অসহায় শ্রমিকের মৃতদেহের ওপর দাঁড়িয়ে সরকারের বর্ষপূর্তি পালন করছে বিজেপি।
ডেরেক বলেন, অনেক আগেই পরিযায়ী শ্রমিকদের যে যার রাজ্যে ফিরিয়ে দেওয়া যেত। কিন্তু কেন্দ্র তা করেনি। কেন এ ব্যাপারে রাজ্যের সঙ্গে আগাম আলোচনা করা হয়নি, প্রশ্ন তোলেন তিনি। এখন যখন রাজ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তখন কেন পরিযায়ীদের পাঠানো হচ্ছে? খাবার, জল না পেয়ে তাদের প্রাণ যাচ্ছে, আর অমিত শাহরা সাফল্যের ঢাক পেটাচ্ছেন। লজ্জা হওয়া উচিত। সমালোচনা তীব্র করেন ডেরেক।