দেশ বিভাগে ফিরে যান

ইতালিকে টপকে ষষ্ঠ স্থানে ভারত – একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ১০ হাজার, মৃত্যু ২৯৪ জনের

June 6, 2020 | < 1 min read

দিনের পর দিন আরও খারাপ হচ্ছে পরিস্থিতি। রোজই প্রায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আগেই আক্রান্তের সংখ্যায় চীন ও ইরানকে টপকে গিয়েছিল ভারত। তবে রোজ নিজেই নিজের রেকর্ড ভাঙছে করোনা ভাইরাস। শনিবারও তার ব্যতিক্রম ঘটল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৯৮৮৭ জন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬৬৫৭। এবং এর সঙ্গে সঙ্গেই করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার হিসাবে ইটালিকে পিছনে ফেলল ভারত। কোভিডে মোট আক্রান্তের নিরিখে ভারতের স্থান বিশ্বে ষষ্ঠ। আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেনের পরেই।

করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যার হিসাবে ইটালিকে পিছনে ফেলল ভারত।

শুধু সংক্রমণ বৃদ্ধি নয়। করোনার জেরে রোজ মৃত্যুর সংখ্যা বৃদ্ধিও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৯৪ জনের। যা এক দিনে মৃত্যুর নিরিখে সর্বোচ্চ। এই নিয়ে করোনার থাবায় প্রাণ হারালেন মোট ৬৬৪২ জন। করোনার জেরে দেশে সবথেকে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এখনও অবধি ২৮৪৯ জন মারা গিয়েছেন সেখানে। এর পরই রয়েছে গুজরাত(১১৯০) ও দিল্লী(৭০৮)। দেশে সংক্রমণের শীর্ষেও মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা ৮০২২৯। এর পরই রয়েছে তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ২৮৬৯৪ জন। আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রাজধানী দিল্লী। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৬৩৩৪ জন। আর গুজরাতে মোট আক্রান্ত ১৯০৯৪ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Italy, #CoronaRecords, #India, #CoronaUpdate

আরো দেখুন