তৃণমূলে যোগ দিতে চলেছেন চন্দ্র কুমার বসু?
গত সোমবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন রাজ্য় কমিটির কথা ঘোষণা করেন। এবারের কমিটিতে নির্বাচিত সাংসদদের গুরুত্ব দেওয়া হয়েছে। তাছাড়া বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তনও আনা হয়েছে। গত কমিটির সহ-সভাপতি তথা নেতাজি পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকে এবারের কমিটিতে কোনও পদেই রাখা হয়নি। এর জন্য মূলত এনআরসি-সিএএ বিরোধিতাকেই দায়ী করছেন নেতাজি প্রপৌত্র।
নেতাজি পরিবারকে পুঁজি করে ভোট বৈতরণী পারের স্বপ্ন দেখেছিল বিজেপি। কিন্তু, সে আশা পূরণ হয়নি। চলতি বছরের শুরু থেকেই এনআরসি-সিএএ প্রতিবাদে উত্তাল হয় দেশ। তবে, কেন্দ্রীয় সরকার ও বিজেপি জানিয়েছিল, দেশের নিরাপত্তার স্বার্থে এনআরসি লাগু প্রয়োজন। মানবিক কারণে সিএএ বলবৎ হবেই।
যদিও দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হন তৎকালীন রাজ্য় বিজেপির সহসভাপতি চন্দ্রকুমার বসু। এই দুই আইনকে ‘মুসলিম বিদ্বেষী’ ও ‘নেতাজির আদর্শের পরিপন্থী’ বলে দাবি করেন তিনি। এরপরই পদ হারাতে হল চন্দ্র বাবুকে। তাহলে কি পদ্মফুল ছেড়ে জোড়া-ফুলের দিকে পা বাড়াতে পারেন নেতাজি পরিবারের এই সদস্য়? শুরু হয়েছে চাপা জল্পনা।
দলের রাজ্য কমিটি থেকে চন্দ্র বসুর বাদ পড়া ও পরে তাঁর প্রতিক্রিয়া নিয়ে কোনও মন্তব্য় করতে চাননি মুরলীধর সেন লেনের নেতারা।