দেশ বিভাগে ফিরে যান

বিকাশবাবুকে বসতে হবে রাজ্যসভার ‘লাস্ট বেঞ্চে’ 

June 7, 2020 | < 1 min read

ভারতীয় কম্যুনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিএম। ৩৪ বছর নিরবিচ্ছিন্ন ভাবে বাংলা শাসন করার পর ২০১১ ক্ষমতা দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায় এখন ‘সাইনবোর্ড’ পার্টিতে পরিণত হয়েছে দলটি। দুঃসময় যেন শেষ হচ্ছে না। 

২০০৪ সালে যে দলের সমর্থনের ওপর টিকে ছিল ইউপিএ সরকার, তাদের এখন বাংলা বা ত্রিপুরায় কোনও নির্বাচিত সাংসদ নেই। কেরলে তারা ক্ষমতায় থাকলেও সেখানেও মাত্র ৩টি আসনে জিতেছিল সিপিএম। রাজ্যসভাতেও টিমটিম করে জ্বলছে শিবরাত্রির সলতে। 

বিকাশবাবুকে বসতে হবে রাজ্যসভার ‘লাস্ট বেঞ্চে’

কলকাতার প্রাক্তন মেয়র এবং যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে দলের প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কংগ্রেসের সমর্থনে রাজ্যসভার বৈতরণী পার করেছেন। কিন্তু দাপুটে এই নেতার ভাগ্যেও জুটেছে ‘লাস্ট বেঞ্চ’। রাজ্যসভায় বসার ব্যবস্থা অনুযায়ী বিকাশবাবুর শেষ সারিতে বসবেন, যেখানে আগে প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বসতেন।

উল্লেখ্য, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একসময় সিপিএমের যুব নেতা ছিলেন। কিন্তু, নানা বিতর্ক ও অন্তর্কলহের কারণে তিনি দল ছাড়েন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bikash Ranjan, #Rajya Sabha

আরো দেখুন