আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

জর্জ ‘এখন খুশি’, বিতর্ক বাড়াল ট্রাম্পের মন্তব্য

June 7, 2020 | 2 min read

জর্জ তো ‘এখন খুশি!’ আশা করি উপর থেকে দেখে উনি বলছেন, ‘আমাদের দেশে অসাধারণ ব্যাপার ঘটছে।’ বক্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েডের মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্যের ধারা শুক্রবারও বজায় রাখলেন তিনি। দেশজুড়ে তীব্র বর্ণবৈষম্য বিরোধী বিক্ষোভের মাঝেই তিনি বললেন, ‘সাম্যের নীতির দিক থেকে আজ এক অসাধারণ দিন।’

প্রত্যাশিত ভাবেই এতে বিতর্ক বাড়ে। আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন মনে করিয়ে দেন, মিনিয়াপোলিসের ওই পুলিশের হাঁটুর চাপে দমবন্ধ হয়ে আসার সময় জর্জ শুধু বলেছিলেন, ‘আই কান্ট ব্রিদ।’ এর পরও মৃতের মুখে অন্য কথা বসানোর মানসিকতা ‘জঘন্য’, বলেন বাইডেন। একাংশের আবার ব্যাখ্যা, করোনা সত্ত্বেও মার্কিন মুলুকে চাকরির সন্তোষজনক লেখচিত্র তুলে ধরতেই জর্জকে ‘ব্যবহার’ করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট। একই দিনে আবার জর্জকে নিয়ে ভিডিয়ো-বিতর্ক ও ট্রাম্পের আক্রমণের বিরুদ্ধে মুখ খোলেন টুইটারের সিইও জ্যাক ডরসি। জানান, ওই ভিডিয়ো কপিরাইট লঙ্ঘন করাতেই তা সরানো হয়েছিল।

বিতর্ক বাড়াল ট্রাম্পের মন্তব্য

এ সবের মাঝে শনিবারও আমেরিকার নানা প্রান্তে বর্ণবৈষম্য বিরোধী প্রতিবাদ জারি থেকেছে। ওয়াশিংটন ডিসির রাস্তায় ফের ভিড় জমতে শুরু করে, পরিস্থিতি সামলাতে পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়ায় কার্ফুর মেয়াদ রবিবার পর্যন্ত বাড়ানো হয়। মার্কিন মুলুকের পাশাপাশি ফ্রান্সের রাজধানী প্যারিসেও প্রতিবাদের ঢল নামে। কানাডায় আবার শুক্রবারেই মিছিল করেন বহু মানুষ। তাতে যোগ দেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও। হাঁটু মুড়ে বসে প্রতীকী প্রতিবাদ জানান তিনি। জর্জের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই যেন বিশ্ব আন্দোলনে পরিণত হচ্ছে।

তাতে বদলও আসছে। যেমন আমেরিকার মিনিয়াপোলিসে ‘চোকহোল্ড’ ও ‘নেক রেস্ট্রেন্ট’-এর মতো কৌশলের ব্যবহার বন্ধের পক্ষে শুক্রবার ভোট দিয়েছে সিটি কাউন্সিল। ট্রাম্পের নাকের ডগায় আবার পরিবর্তনের স্লোগানটি লিখেছেন ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল ব্রাউজার। হোয়াইট হাউসের সামনের রাস্তাটির নামকরণ হয়েছে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা।’

এরই মধ্যে, নিউ ইয়র্কের সাম্প্রতিক বিক্ষোভে ৭৫ বছরের বৃদ্ধকে ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে দু’জন পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলে সহকর্মীদের হেনস্থার প্রতিবাদে এমার্জেন্সি রেসপন্স টিম থেকে ৫৭ জন অফিসার ইস্তফা দেন। ৫৭ জন নিয়ে এমার্জেন্সি টিম চলে। ইস্তফা সমস্যা তৈরি করতে পারে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Donald Trump, #george floyd

আরো দেখুন