আম্পান কেন জাতীয় বিপর্যয় নয়: মমতা
এ বার সাংসদ তহবিলের অর্থ পরিযায়ী শ্রমিকদের দেওয়ার দাবি তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদদের তহবিলে বরাদ্দ আট হাজার কোটি টাকা দেশের ৮০ লাখ পরিযায়ী শ্রমিকের মাথাপিছু ১০ হাজার টাকা করে দিতে কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দিলেন তিনি। রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি এই আর্জি জানিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের নগদ অর্থ দিয়ে সাহায্য করতে এর আগে পিএম কেয়ার্স তহবিলের টাকাও খরচ করার দাবি তুলেছেন তৃণমূলনেত্রী। এদিন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন এই দাবি জানিয়েছেন৷ তাঁর কথায়, ‘দেশের বিভিন্ন প্রান্তে থাকা ৮০ লক্ষ পরিযায়ী শ্রমিকের হাতে এককালীন আর্থিক অনুদান তুলে দেওয়ার দাবি জানানো হয়েছে আগেই৷ তার পরেও কেন্দ্রের তরফে উদ্যোগ গৃহীত হয়নি৷ এই পরিস্থিতিতে আমাদের দাবি, সাংসদ তহবিলের টাকা দিয়ে ৮০ লক্ষ পরিযায়ী শ্রমিকদের প্রত্যেককে ১০,০০০ টাকা অনুদান দেওয়া হোক৷’
আম্পান নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে অসন্তোষ ব্যক্ত করেছেন মমতা। আম্পানের পরের দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন, এটা জাতীয় বিপর্যয়ের থেকেও বড় বিপর্যয়। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও আম্পানকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার প্রশ্নে মুখে কুলুপ এঁটে আছে। রবিবার টিভি চ্যানেলকে তিনি বলেন, ‘কোনও সন্দেহ নেই এটা জাতীয় বিপর্যয়। তার থেকেও বেশি। আইন অনুযায়ী, কোনও রাজ্যের তিরিশ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হলে তখন জাতীয় বিপর্যয় বলা হয়।