রাজ্য বিভাগে ফিরে যান

মোদি সরকার নকলি মহারাজ, শাহকে আক্রমণ তৃণমূলের

June 9, 2020 | 3 min read

বিজেপির ভার্চুয়াল সভা থেকে এ রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ। মঙ্গলবার দিল্লি থেকে ভার্চুয়াল সভায় যোগ দিয়ে নিজের বক্তৃতায় রাজ্যের শাসকদলকে নিশানা করেছেন অমিত।

অমিতের কটাক্ষ, শ্রমিক স্পেশালকে করোনা এক্সপ্রেস বলে পরিযায়ীদের অপমান করেছেন মমতা। ওই এক্সপ্রেসেই রাজ্যছাড়া হবে তৃণমূল।

অমিতের বক্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল পাল্টা জবাব দিয়েছে।

দলের  রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন বলেছেন,

  • ‘পরিযায়ী শ্রমিকদের গরু-ছাগলের মত ট্রেনে নিয়ে আসা হচ্ছে।
  • ভার্চুয়াল সভায় অমিত শাহ এই প্রশ্নের জবাব দিন।
  • কোন মুখ্যমন্ত্রী শ্রমিকদের জন্য ১০ লক্ষ টাকার বীমা করেছেন ? অমিত শাহ এই প্রশ্নের জবাব দিক।
  • ‘আম্পানের তাণ্ডবের পর কেন্দ্রের কাছ থেকে ১০০০ কোটি টাকা পেয়েছি।’
  • ‘কিন্তু ক্ষতি হয়েছে ১ লক্ষ কোটি টাকার।’
  • ‘এখনও বাকি টাকা দেয়নি কেন্দ্র।’
  • ‘দেশের জিডিপি-র থেকে রাজ্যের অবস্থা অনেক ভালো।’
  • ‘পিএম কেয়ারস তো পিএম প্রাইভেট লিমিটেড কোম্পানি।’
  • ‘অমিত শাহ শুধু বিজেপির নেতা নন, তিনি তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও।’
  • ‘২০১৬ সালে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেছে রাজ্য।’
  • ‘স্বাস্থ্য সাথী প্রকল্পের পুরো টাকা দেয় রাজ্য, কেন্দ্র দেয় না’’
  • ‘১ কোটি মানুষ এই প্রকল্পের সুবিধা পান’
  • ‘আয়ুষ্মান প্রকল্প নিয়ে বিজেপির ব্লক স্তরের নেতারা তথ্য দিয়েছেন’
  • ‘সেই তথ্য আপনি ভার্চুয়াল সভায় বলে দিচ্ছেন ?’
  • ‘কিষাণ সম্মানের খরচের ৮০ শতাংশ বহন করে রাজ্য’
  • ‘আমরা রাজনীতি করি না, শুধু তথ্য তুলে ধরছি’
  • ‘রাজ্যে কৃষকদের বীমার প্রিমিয়াম দিতে হয় না, রাজ্য দেয়’
  • ‘দেশে জঙ্গি কার্যকলাপের সংখ্যা বেড়েছে’
অর্থমন্ত্রী অমিত মিত্র

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছেন,

  • ‘রাজ্য যা করেছে, কেন্দ্র তা নকল করার চেষ্টা করছে’
  • ‘মোদি সরকার হল নকলি মহারাজ’
  • ‘রাজ্যের ৭.৫ কোটি পরিবার স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়’
  • ‘৫ লক্ষ টাকার বীমা করা হয়েছে’
  • ‘১৫১৮টি হাসপাতাল এই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়’
  • ‘পরে কেন্দ্র আনল আয়ুষ্মান ভারত প্রকল্প, শুধুই নকল’
  • ‘২০১৬ সালে চালু স্বাস্থ্য সাথী প্রকল্প’
  • ‘নিজে থেকে কিছু ভাবতে পারেন না, শুধুই নকল’
  • ক্রমাগত অসত্য কথা বলে গেলেন অমিত শাহ’
  • ‘১.৪৩ কোটি শৌচাগার তৈরি হয়েছে, অমিত শাহ মিথ্যা তথ্য দিলেন’
  • ‘পিডিএস নিয়েও মিথ্যা তথ্য দিলেন অমিত শাহ’
  • ‘তিনমাস ধরে ৪.০৯ কোটি মানুষ খাদ্যশস্য পাচ্ছে রাজ্য থেকে’
  • ‘২০১১ সালে রাজ্যে বিদ্যুতে ৭৫ লক্ষ উপভোক্তা ছিল’
  • ‘এখন বিদ্যুতে ২ কোটি উপভোক্তা রয়েছে’
  • ‘২০১১ থেকে এখন পর্যন্ত কেন্দ্র বিদ্যুতে দিয়েছে ৫৮০০ কোটি’
  • ‘২০১১ থেকে বিদ্যুতের জন্য রাজ্য ২৭৫০০ কোটি দিয়েছে’
  • ‘এই পরিমাণ টাকা বিনিয়োগের জন্যই বিদ্যুতের উন্নতি’
  • ‘পরিযায়ী শ্রমিকদের কত টাকা দিয়েছে কেন্দ্র ? উত্তর – শূন্য’
  • ‘শুধু খাবারের জন্য কিছু টাকা দিয়েছে কেন্দ্র’
  • ‘কাকে টাকা দিয়েছেন, কোন ফান্ডে গেছে ?’
  • ‘ক্ষুদ্র শিল্পে কেন কোনও টাকা দেয়নি কেন্দ্র ?’
  • ‘ক্ষুদ্র শিল্পের এমন হাল হয়েছে যে ব্যাঙ্ক থেকে টাকা ধার নিতে হবে’
  • ‘ভারতবর্ষের নেতৃত্বের ওপর আস্থা নেই মানুষের’
  • ‘দেশের অর্থনীতিকে কোথায় নিয়ে যাবে এই সরকার কেউ জানে না’
  • ‘দেশের অর্থনীতি লাইনচ্যুত’
  • ‘উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্যে চাকরি নেই ৩৪ শতাংশের’
  • ‘পশ্চিমবঙ্গে চাকরি নেই ১৭ শতাংশের’
  • ‘অমিত শাহের নকল, অসত্য কথা বলার প্রবনতা ভয়ঙ্কর’
  • ‘জিএসটি দিচ্ছে না, খাদ্যশস্যে ভর্তুকি দিচ্ছে না কেন্দ্র’
  • ‘আম্পানের জন্য মাত্র ১০০০ কোটি দিয়েছে কেন্দ্র’
  • ‘কিন্তু ৫৩০০০ কোটি দিচ্ছে না কেন্দ্র, এটা তো রাজ্যের পাওনা’
  • ‘এই টাকা চার ভাগে তো দিতে পারে কেন্দ্র’
  • ‘ব্রিটেনে যাঁদের চাকরি চলে যাচ্ছে তাঁদের প্যাকেজ দেওয়া হচ্ছে’
  • ‘ভারতে কর্মহীনদের কী দিচ্ছে কেন্দ্র ?’
  • ‘পরিযায়ী শ্রমিকদের কেন টাকা দেওয়া হচ্ছে না ?’
  • ‘পৃথিবীর সব দেশ ক্যাশ দিচ্ছে, তাহলেই তো চাহিদা বাড়বে’
  • ‘কেন্দ্র কেন ক্যাশ দিচ্ছে না ?’

ডেরেক ও’ব্রায়েন আরও বলেছেন,

  • ‘মমতাকে মানুষ নির্বাচিত করেছে, মানুষ তাঁকে ভালোবাসে’
  • করোনা ও আম্পানের পর মানুষের পাশে দাঁড়িয়েছেন মমতা’

অমিত শাহকে আক্রমণ করে দীনেশ ত্রিবেদী বলেছেন,

  • ‘করোনা আবহে দেশের এই পরিস্থিতিতে একসঙ্গে মোকাবিলা’
  • ‘অমিত শাহ এই ভার্চুয়াল সভা পুরোটাই রাজনীতিতে ভরা’
  • ‘এই সময় কেন রাজনীতির কথা বলছেন অমিত শাহ ?’
  • ‘অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী শুধু বিজেপির জন্য নয়, দেশের ও’
  • ‘পরে করোনা প্রসঙ্গ এলে, পরিযায়ীদের দুর্দশার কথা উঠবে’
  • ‘মমতা ১৮ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক আগেই চিঠি দিয়েছিলেন’
  • ‘তখন মমতাকে ফোন করতে পারতেন, জানতে পারতেন’
  • ‘আমার জামা আপনার থেকেও সাদা, এটা এখন বলার সময় নয়’
  • ‘রাস্তায় নেমে নিজের পরোয়া না করে কাজ করছেন মমতা’
  • ‘দিল্লি থেকে ফরমান দিয়েছেন, মুখ্যমন্ত্রী সেটা কার্যকর করেছেন’
  • ‘সবাই মিলে কাজ করলে দেশের আরও উন্নতি হবে’
  • ‘এটা রাজনীতি করার সময় নয়’
  • ‘একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবাই একসঙ্গে কাজ করি’
TwitterFacebookWhatsAppEmailShare

#bjp virtual rally, #tmc hits back

আরো দেখুন