রাজ্য বিভাগে ফিরে যান

সোনার বাংলা গড়াই লক্ষ্য: অমিত শাহ

June 9, 2020 | 2 min read

পশ্চিমবঙ্গের জনতার উদ্দেশে আজ দিল্লি থেকে অনলাইনে ভাষণ দিলেন অমিত শাহ। ভার্চুয়াল এই সভার নাম দেওয়া হয়েছে ‘জনসংবাদ র‌্যালি’। এই উপলক্ষে উপস্থিত ছিলেন রাজ্য নেতৃত্ব-সহ বঙ্গের অধিকাংশ বিজেপি নেতা-কর্মীও।

এর আগে, রবিবার বিহারে ‘জনসংবাদ র‌্যালি’-র ভার্চুয়াল সভায় বক্তব্য রেখেছিলেন অমিত শাহ। তার পর দিন একইভাবে ওড়িশা ‘জনসংবাদ র‌্যালি’-তেও বক্তৃতা করেন তিনি। মহারাষ্ট্রে ‘জনসংবাদ র‌্যালি’ করেন রাজনাথ সিংহ।

এক নজরে দেখে নিন কি বললেন অমিত শাহ:

অমিত শাহ
  • রামকৃষ্ণ পরমহংস, রবীন্দ্রনাথ, নেতাজী, বিদ্যাসাগর, বঙ্কিম, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়দের মতো মনিষীদের বাংলা ভূমিকে আমার প্রণাম
  • করোনা আম্পানে যাদের প্রাণ গেছে, তাদের আত্মার শান্তি কামনা করি
  • বাংলায় রাজনৈতিক হিংসার কারণে প্রাণ হারানো বিজেপি কর্মীদের আমার প্রণাম। তাদের পরিবারের এই ত্যাগ সোনার বাংলা গড়তে সাহায্য করবে
  • দেশজুড়ে সকল করোনা যোদ্ধাদের আমার প্রণাম। অন্যদের প্রাণ বাঁচাতে তারা নিজেদের প্রাণ সঙ্কটে রেখে কাজ করছেন
  • সঙ্কটের আবহে প্রযুক্তির মাধ্যমে জনসংযোগের যে রাস্তা জে পি নাড্ডাজি বের করেছেন তা প্রশংশনীয়
  • আমার দৃঢ় বিশ্বাস আমরা করোনাকে হারাবোই
  • মোদিজীর দ্বিতীয় সরকারের একবছর পূর্ণ হয়েছে
  • সারাদেশে বিজেপি ৩০০র বেশি আসন পেলেও বাংলার ১৮টি আসন আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ
  • বাংলাতে গনতন্ত্র ভূ-লুন্ঠিত। গনতন্ত্র বিপন্ন। সেখানে রাজনৈতিক হিংসা চরম সীমায় পৌঁছেছে
  • বিজেপি শুধু আন্দোলন করতে, রাজনৈতিক দলের বিস্তার করতে বাংলায় নেই। বিজেপি সোনার বাংলা আবার গড়তে চায়।
  • আমরা এমন দল ন‌ই যে ১০বছর ক্ষমতায় থেকেও অন্য কাউকে বিফলতার দোষ দিই
  • দিলীপ ঘোষ এবং বিজেপির এই পরিশ্রম সফল হবেই
  • গত ছ’বছর মোদিজী দেশের সমস্যার সমাধান করেছেন, বিশ্বে ভারতের গরিমা পুনরুদ্ধার করেছেন
  • ৬০ কোটি গরিব ভারতীয়দের জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে
  • করোনা সঙ্কটকালে ৫১ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ডিরেক্ট ট্রান্সফার করা হয়েছে
  • বাংলার মানুষ আয়ুস্মান ভারতের সুবিধা ভোগ করেন না। কারণ মমতা ব্যানার্জী
  • রাজনীতির সীমা থাকা উচিত। কেন্দ্রীয় প্রকল্পগুলো বাংলায় বাস্তবায়িত করতে দিচ্ছে না মমতা ব্যানার্জী
  • ২০২১ এর নির্বাচনের পর আয়ুস্মান ভারতের সুবিধা বাংলার মানুষ পাবেন
  • ৮ কোটি মানুষ উজ্জ্বলা প্রকল্পে গ্যাস সিলেন্ডার পেয়েছেন
  • ২.৫ কোটি পরিবার বিদ্যুৎ সংযোগ পেয়েছেন, ১০ কোটি বাড়িতে শৌচাগার তৈরি করা হয়েছে
  • কাল সাংবাদিক বৈঠক ডেকে মমতা ব্যানার্জী ১০ বছরের উন্নয়নের হিসেব দিন। বোমা আর বন্দুক কারখানার হিসেব দিয়ে দেবেন না ভুল করে।
  • শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় এর স্বপ্ন পূরণ করে কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে
  • দেশের মানুষের বিশ্বাসকে মান্যতা দিয়ে অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের কাজ শুরু হয়েছে
  • মুসলমান মহিলাদের ন্যায় দিতে তিন তালাক প্রথা বিলোপ করা হয়েছে
  • নাগরিকত্ব আইনের মাধ্যমে কোটি কোটি শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেদিন মমতা ব্যানার্জী রাগে লাল হয়ে গিয়েছিলেন
  • আমি মমতা ব্যানার্জীকে জিজ্ঞেস করতে চাই মাতুয়া, নমসূদ্র মানুষ আপনার কি ক্ষতি করেছে? যারা ওপার বাংলা থেকে এসেছেন তারা নাগরিকত্ব পাবেন না কেন
  • মমতাদি, বাংলার জনতা আপনাকে রাজনৈতিক শরণার্থী বানাবে
  • আগে মহামারিতে সরকার লড়ত, এখন ১৩০ কোটি জনতাও মহামারির বিরুদ্ধে লড়ছেন
  • করোনা সঙ্কটে গরিব মানুষের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন মোদিজী
  • মমতাদি যদি মনে করেন বিজেপি করোনা সঙ্কট সামলাতে পারছে না, তাহলে উনি দায়িত্ব নিয়ে নিন
  • পরিযায়ী শ্রমিকদের করোনা এক্সপ্রেস বলছেন। মমতা দিদি বাঙালি শ্রমিকদের অপমান করছেন। এই করোনা এক্সপ্রেসেই ওনার এক্সিট হবে
  • যে বাংলা এক সময় রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যেত সেখানে এখন শুধু বোমার আওয়াজ শোনা যায়
  • সর্ব ধর্ম সমন্বয়ের বাংলায় এখন তুষ্টিকরণ করা হয়
  • মমতাদি, সমাবেশ করতে দেন না, ভার্চুয়াল র‌্যালি কি করে বন্ধ করবেন?
  • মমতাদি সংবাদ মাধ্যমকে ধমকে চমকে রেখেছেন
  • বাংলার মানুষ বলছে এদের থেকে তো কমিউনিস্টও ভালো ছিল
  • বাংলাকে কেন্দ্র টাকা দিচ্ছে কিন্তু উন্নয়ন হচ্ছে না। এখানে শুধু তোলাবাজি হয়
  • বাংলার মানুষের কাছে আমার আবেদন একবার বিজেপিকে সুযোগ দিয়ে দেখুন। সোনার বাংলা বানাতে আমাদের সাথে জুড়ুন
TwitterFacebookWhatsAppEmailShare

#Amit shah, #bjp, #virtual rally, #West Bengal

আরো দেখুন