প্রযুক্তি বিভাগে ফিরে যান

হোয়াটস্যাপের এর নতুন ফিচারের ফাঁকে ৩ লক্ষ ফোন নম্বর দেখা যাচ্ছে গুগল সার্চে

June 10, 2020 | < 1 min read

আপনার মোবাইল নম্বর অচেনা যে কোনও ব্যক্তির কাছে অনায়াসেই পৌঁছে যেতে পারে। গুগলে সার্চ করলে হয়তো আপনার মোবাইল নম্বরটিও যে কোনও অচেনা ব্যক্তির নজরে আসতে পারে। 

তবে অনায়াসে এমনটা হওয়া সম্ভব নয়। আপনি যদি হোয়াটস্যাপের নতুন চ্যাট ফিচার ‘Click to Chat’ ব্যবহার করে থাকেন, তাহলে আপনার নম্বরও হয়তো গুগল সার্চে দেখতে পাবে যে কেউ!

হোয়াটস্যাপ

Click to Chat ফিচার কি?

এই Click to Chat ফিচারে যে কোনও নম্বরে হোয়াটস্যাপ করতে পারবেন ইউজার। সে ক্ষেত্রে নম্বরটি মোবাইলে সেভ না থাকলেও মেসেজ পাঠানো যাবে। সাধারণত যে নম্বর ইউজারের মোবাইলে সেভ নেই, ওই নম্বরে WhatsApp মেসেজ করা যায় না। 

এই ফিচারটি হোয়াটস্যাপ ইউজারদের জন্য বেশ আকর্ষণীয়। কিন্তু এই ফিচার ব্যবহার করে চ্যাট করলেই গুগল সার্চে পৌঁছে যাচ্ছে হোয়াটস অ্যাপ ইউজারের নম্বরটি। কারণ, ফিচারের ডেটা সার্চ ইনডেক্সে চলে আসে নম্বরটি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Phone Number, #Whatsapp

আরো দেখুন