আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

রাউলিং বনাম পটার – রূপান্তরকামী বিতর্কে সরগরম টুইটার

June 10, 2020 | 2 min read

লেখিকার সাম্প্রতিক পোস্ট নিয়ে ইতিমধ্যেই উত্তাল নেটদুনিয়া। রাউলিংয়ের সেই টুইটের কার্যত বিরোধিতাই করলেন র‍্যাডক্লিফ। রাউলিংয়ের সৃষ্টি ‘হ্যারি পটার’ চরিত্রে অভিনয় করে র‍্যাডক্লিফ দুনিয়াজোড়া প্রশংসা পেয়েছেন। এ বার কার্যত প্রকাশ্য বিরোধিতা দু’জনের।

রাউলিং দিন দুই আগে একটি টুইটে মন্তব্য করেছেন, ‘লিঙ্গ-পরিচয়ের (সেক্স) ধারণাকে অস্বীকার করার কোনও কারণ নেই। লিঙ্গ-পরিচয়ের ধারণাকে অস্বীকার করার অর্থই হল, মহিলাদের অস্তিত্বকে অস্বীকার করা। ট্রান্সজেন্ডার মানুষের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। কিন্তু তার মানে এটা নয় যে, আমরা প্রাথমিক বিষয়টাই ভুলে যাব। তা হলে বহু বিষয়কেই উপেক্ষা করা হবে এবং সম-লিঙ্গের প্রেমেরও কোনও মানে থাকবে না।’

রাউলিং বনাম পটার

রাউলিংয়ের এই মন্তব্যের জেরে এলজিবিটিকিউ মহলে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়। আর এই বিতর্কে নতুন মাত্রা দিলেন ‘হ্যারি পটার’ র‍্যাডক্লিফ । অভিনেতার মত, লেখিকার এই কথা ট্রান্সজেন্ডার-সহ অন্য এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষকে আহত করবে। তাঁর মতে, ট্রান্সজেন্ডার মহিলারা আদতে মহিলাই। একমাত্র যাঁরা ঋতুমতি বা কখনও ঋতুমতি ছিলেন, তাঁরাই শুধু নারী—এমন ধারণা ঠিক নয় বলে মন্তব্য র‍্যাডক্লিফ । তাঁর কথায়, ‘শুধু শরীরবিদ্যা দিয়ে ঠিক করা যাবে না কে নারী, কে পুরুষ। একজন লিঙ্গান্তরিত মহিলার শরীরে কী কী পরিবর্তন হয়, তা চিকিৎসকই বলতে পারেন। সেটা বলার মতো জায়গায় আমরা নেই।’ কিন্তু সেই লিঙ্গান্তরিত মানুষটি যে মনের দিক থেকে একজন নারীই, তা স্বীকার করতে বাধা কোথায়? এমনই প্রশ্ন তাঁর।

প্রায় এক দশক ধরে হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছেন তিরিশ বছরের ড্যানিয়েল। তিনি এলজিবিটি কিউদের হয়ে কথা বলা একজন অ্যাক্টিভিস্টও। এ হেন র‍্যাডক্লিফের মত, তাঁর এই মন্তব্যের কারণে সংবাদমাধ্যম এটাকে ‘রাউলিং বনাম র‍্যাডক্লিফ’ যুদ্ধ হিসেবে দেখাতে চাইবে। কিন্তু তারপরেও এটা তাঁর ব্যক্তিগত যুদ্ধ নয়। এটা কিছু মানুষের অস্তিত্ব সংকটের প্রশ্ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#twitter, #rowling, #potter

আরো দেখুন