উত্তরবঙ্গের দুই জেলায় বৈঠকে গৌতম দেব
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে দলের উত্তরবঙ্গের কোর কমিটির নেতৃত্বকে নিয়ে মঙ্গলবার বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি কোভিড মোকাবিলা নিয়েও এদিন প্রশাসনিক বৈঠক করেন তিনি। জলপাইগুড়ি সার্কিট হাউসে পরপর দু’টি বৈঠক করেন।
দলীয় বৈঠকে দলের বিষয়ে ইতিমধ্যে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও কি কি পদক্ষেপ নিলে ভালো হয় সেই সব আলোচনা হয়েছে। এদিনের আলোচনার সমস্ত রিপোর্ট দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হবে বলে দল সূত্রে জানা গিয়েছে। এদিনের বৈঠকে জলপাইগুড়ির জেলা তৃণমূলের সভাপতি কিষাণ কল্যাণী, দলের আলিপুরদুয়ার জেলার সভাপতি মৃদুল গোস্বামী, বিধায়ক সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। পাশাপাশি বৈঠকে দুই জেলার চা বাগান এলাকায় কোভিড মোকাবিলার বিষয় নিয়েও আলোচনা হয়। পর্যটন ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়। বৈঠক শেষে এদিন মন্ত্রী পর্যটন দপ্তরের একটি আবাসন পরির্দশন করেন।
বৈঠক সূত্রে জানা গিয়েছে, বন্ধ চা বাগানে কোয়ারেন্টাইন সেন্টার হবে। এর কিছু ব্যবস্থা বাগান মালিকরা করবেন। বাকিটা সরকারিভাবে দেখা হবে। এদিনের প্রশাসনিক বৈঠকে জেলাশাসক অভিষেক তেওয়ারি, পুলিস সুপার অভিষেক মোদি সহ অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
পরে গৌতমবাবু বলেন, নেত্রী বলেছেন সকলকে নিয়ে বসতে। তাঁর নির্দেশ অনুসারে এদিন বসা হয়েছিল। আলোচনায় কি উঠে এল তা নেত্রীকে জানানো হবে। আমর কি পর্যবেক্ষণ করল সেটাও জানাব। আরও অনেকের সঙ্গে আলোচনা করা হবে। আগামী সপ্তাহের মধ্যে নেত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট পাঠাব। আমাদের দলে কেউ ব্রাত্য নন। সকলেই বিভিন্ন স্তরে কাজ করেন। সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে সেটাই সিদ্ধান্ত হয়েছে। এটাই আমাদের নেত্রীর বার্তা। এই কঠিন অবস্থার মধ্যে ঝগড়া বিবাদ, ছোটখাট বিষয়, মান অভিমান পেরিয়ে এর উপরে গিয়ে আমাদের কাজ করতে হবে। সবারই সংগঠনে অবদান আছে। সকলকেই কাজে লাগাতে হবে। সেটাই বলা হয়েছে।
এদিন তিনি আরও বলেন, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দলের নতুন সভাপতি হয়েছে। আলিপুরদুয়ারে তেমন কোনও সমস্যা হচ্ছে না। সেখানে দু’জন প্রাক্তন সভাপতি ও একজন বর্তমান সভাপতি রয়েছেন। তাঁরা যুগ্মভাবে প্রস্তাব এনে কাজ করছেন। জলপাইগুড়িতে সাময়িক সমস্যা হয়েছে। কিষাণ কল্যাণীকে দলনেত্রী সভাপতি করেছেন। সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে। কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তবে আমার কাজ হল এঁদের সকলে নিয়ে একটা সমন্বয় করা। সেটাই এদিন করা হল। পরবর্তীতে জেলার অন্য নেতাদের নিয়ে আবারও বৈঠক হবে।