ছোট রাস্তায় সাইকেল চলার অনুমোদন দিল কলকাতা পুলিশ
কলকাতায় বাস চলাচলের বড় রাস্তাগুলি বাদ দিয়ে তুলনায় ছোট রাস্তা ও গলিতে সাইকেল চলার অনুমোদন দিল কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী সোমবার এ ব্যাপারে নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার পুলিশ কমিশনার অনুজ পাণ্ডে এই নির্দেশিকা জারি করেন। আপাতত আগামী ৩০ জুলাই পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে। ফলে লকডাউনের মধ্যে গণপরিবহনের ভিড় এড়িয়ে যাঁরা সাইকেল নিয়ে কর্মস্থলে যাতায়াত করতে চান, তাঁদের জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিকের যুগ্ম কমিশনার সন্তোষ পাণ্ডের ব্যাখ্যা, আপাতত তাঁরা বড় রাস্তা ও উড়ালপুল ব্যবহার না-করে ওই রাস্তাগুলি ব্যবহার করতে পারবেন। এজেসি বোস রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, আশুতোষ মুখার্জি রোড বা শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই সব রাস্তাগুলির সমান্তরাল আগে বা পরে যে রাস্তাগুলি রয়েছে, সেগুলি সাইকেলের জন্য ব্যবহার করা যাবে।
বাসের ভিড় এড়াতে গত কয়েকদিন ধরেই বহু নাগরিক আশপাশের এলাকা থেকে সাইকেলে চেপে কলকাতার বিভিন্ন এলাকায় অফিস বা কাজে যাচ্ছেন। তাঁদের কথা ভেবেই শহরে সাইকেল চলায় অনুমতি দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পুলিশের বক্তব্য, অনুযায়ী, গড়িয়াহাট রোড, হাজরা রোড, পন্ডিতিয়া রোড, ব্রড স্ট্রিট বা কড়েয়া রোডের মতো তুলনায় স্বল্প ব্যস্ত রাস্তায় আপাতত সাইকেল চালানোর সুযোগ রয়েছে। উড়ালপুলগুলিতে সাইকেল চালানোই নিষেধাজ্ঞার সঙ্গেই যে সব রাস্তায় ওয়ান ওয়ে ট্রাফিক ব্যাবস্থা রয়েছে সেগুলির নিয়ম মেনেই সেসব রাস্তা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।