কলকাতা বিভাগে ফিরে যান

বর্ষার আগমনের সুখবর শোনাল আবহাওয়া দফতর

June 10, 2020 | 2 min read

ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। বৃষ্টি হলেও গরম কমছে না। এই হাসফাঁস গরম থেকে রেহাই দিতে আসছে বর্ষা। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেই কলকাতায় শুরু হয়ে যাবে বর্ষার বৃষ্টি জানিয়েছে আবহাওয়া দফতর।

ভ্যাপসা গরম শহরে

গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে জেরবার শহরবাসী। জুন মাসের প্রথম থেকেই আর্দ্রতা বেড়ে গরমে হাসফাঁস অবস্থা। মাঝে মধ্যে বৃষ্টি হলেও গরম কমছে না। উল্টে মাঝে মধ্যে বৃষ্টিতে গরম বেড়ে যাচ্ছে। এদিকে আনলক ১ শুরু হতেই অফিস খুলে গিয়েছে। তার মধ্যে গরম বেড়ে যাওয়ায় নাজেহার অবস্থা শহরবাসীর।

আসছে বর্ষা

কেরলে বর্ষা ঢুকে গিয়েছে নির্ধারিত সময়েই। রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হলেও এখনও পাকাপাকি ভাবে বর্ষা আসার তেমন খবর শোনা যায়নি। তবে হাওয়া অফিস সুখবর শুনিয়েছে। আগামী সপ্তাহেই রাজ্যে বর্ষা ঢুকে পড়বে।

এই খবরে কিছুটা হলেও স্বস্তি পাবেন শহরবাসী। হিসেব অনুযায়ী ১১ জুনের মধ্যে রাজ্যে বর্ষা চলে আসার কথা।

নিম্নচাপের হাত ধরে বর্ষার আগমন

বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপের হাত ধরেই আগামী সপ্তাহে রাজ্যে বর্ষার আগমন ঘটবে এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। কাজেই গরম থেকে রেহাই পেতে আশা দেখতে পাচ্ছেন শহবাসী। আজ বিকেলেও ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

TwitterFacebookWhatsAppEmailShare

#weather office report, #monsoon, #Kolkata

আরো দেখুন