← পেটপুজো বিভাগে ফিরে যান
বিরিয়ানির সাথে খেয়ে দেখুন মুখরোচক শসার রায়তা
একঘেয়ে শসা, গাজর, টমেটোর স্যালাডের বদলে পোলাও বা বিরিয়ানির সাথে পরিবেশন করুন শসার রায়তা। গরমকালে দই খেলে পেটও ঠান্ডা হবে। রেসিপি রইল আপনাদের জন্য।
উপকরণ:
- শসা কুচি ১ কাপ
- টক দই ৩-৪ টেবিল চামচ
- পুদিনা পাতা কুচি অল্প
- পেয়াজ মিহি কুচি ১ চা চামচ
- শুকনো লঙ্কা গুড়ো সামান্য
- ভাজা জিরা গুড়ো সামান্য
- নুন স্বাদ মত
- বিট নুন আধা চা চামচ
প্রণালী:
- প্রথমে শসা চিকন কুচি করে কেটে একটি বাটিতে রেখে দিন । পুদিনা পাতা ও পেয়াজ মিহি কুচি করে আলাদা করে রেখে দিন ।
- এরপর একটি বড় বাটিতে জল ঝরিয়ে নিয়ে দই ভালো করে ফেটে নিন । এর মধ্যে লঙ্কা গুড়ো, ভাজা জিরা গুড়ো, বিট নুন ও নুন দিয়ে ভালো করে ফেটে নিন । মনে রাখবেন, দইয়ে জল থাকা যাবে না।
- এখন শসা কুচিগুলো হালকা চিপে জল ঝেড়ে ফেলে দিন।
- এবার ফেটানো দইয়ের মধ্যে শসা, পুদিনা কুচি ও পেয়াজ কুচি দিয়ে ভালো ভাবে মেশালেই তৈরী হয়ে যাবে শসার রায়তা।