বিবিধ বিভাগে ফিরে যান

শিশু শ্রম প্রতিরোধ দিবস – শুধুই খাতায় কলমে উদযাপন? 

June 11, 2020 | < 1 min read

আজ ১২ই জুন, বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্য দেশের মতো ভারতেও এই দিনটি পালিত হয়। কোভিড-১৯ এর এই সঙ্কটে এবারের স্লোগান- ‘ যে কোন সময়ের থেকে এই মুহূর্তে বেশি করে শিশুদের শিশুশ্রম থেকে বাঁচান’।

শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলিকে একত্রিত এবং উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই দিনটি পালিত হয়। ১৯৮৯ সালের ২০শে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ‘জাতিসংঘ শিশু অধিকার সনদ’ অনুমোদিত হয়। ১৯৯২ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শিশুশ্রম বন্ধ করতে কর্মসূচী নেয় এবং ২০০২ সালের ১২ই জুন থেকে ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ পালন করা শুরু হয়। 

আইএলও-র হিসেব অনুযায়ী বিশ্বে মোট ২৪ কোটি ৬০ লক্ষ শিশু বিভিন্ন ভাবে শ্রম বিক্রি করে।তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করে ১৮ কোটি। কিন্তু বাস্তবে সেই সংখ্যা আরো অনেক বেশি। এর মধ্যে হোটেল, রেস্তোরাঁ, কল-কারখানায় কাজ করা ছাড়াও রয়েছে মাদক উৎপাদন, পাচার, পর্নোগ্রাফি, যৌনবিকৃতির মত কাজ। সংস্থার পরিসংখ্যান অনুযায়ী এই শিশুদের মধ্যে ৭১ শতাংশ মেয়ে শিশু। যাদের জীবন প্রায় ক্রীতদাসের মত।

শিশুশ্রম বেশিরভাগ সময়েই অপ্রকাশিত থাকে। আইএলও তার জন্যে বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। এই শিশুশ্রম রোধের প্রধান পদক্ষেপ দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি। তার থেকেও আগে প্রয়োজন গৃহীত নীতিগুলির বাস্তবায়ন।

TwitterFacebookWhatsAppEmailShare

#world day against child labour

আরো দেখুন