কলকাতা বিভাগে ফিরে যান

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী অবনীমোহন জোয়ারদার

June 12, 2020 | < 1 min read

প্রয়াত প্রাক্তন কারা মন্ত্রী তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক অবনীমোহন জোয়ারদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি বর্তমানে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক ছিলেন। শুক্রবার ভোর ৪ টে নাগাদ সল্টলেক এইচবি ব্লকে তাঁর নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ এদিনই কৃষ্ণনগরের বাড়িতে নিয়ে যাওয়া হবে । দুপুর আড়াইটে নাগাদ কৃষ্ণনগরে জেলা পরিষদ ভবনে শায়িত থাকবে দেহ । সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দলীয় নেতৃত্ব ও এলাকার মানুষ । তারপর শেষকৃত্য সম্পন্ন হবে নবদ্বীপ মহাশ্মশানে ।

অবনীমোহন জোয়ারদার

২০১১ সালে কৃষ্ণনগর উত্তর বিধানসভা থেকে প্রথম বিধায়ক হন অবনীমোহন জোয়ারদার । তারপর আবার একই কেন্দ্র থেকে ২০১৬ সালে নির্বাচনে জিতে বিধায়ক হন । এ দিন বিধায়কের মৃত্যুতে শোক জ্ঞাপন করেন  মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যপাধ্যায় । শোক প্রকাশ করেন রাজ্যপাল জগদীপ ধনখড় ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Passed away, #abani mohan joardar, #Former minister Of West Bengal

আরো দেখুন