দেশ বিভাগে ফিরে যান

ইংল্যান্ডকে টপকে চতুর্থ আক্রান্ত দেশ ভারত

June 12, 2020 | < 1 min read

করোনা সংক্রমণের তালিকায় ইংল্যান্ডকে টপকে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৯৮ হাজার ৭৭২ জন। অন্যদিকে ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৫৮৮। শীর্ষ আক্রান্ত তিন দেশ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরই এখন ভারতের অবস্থান।

ভারতে গত ২৪ মে থেকে করোনাভাইরাসের সংক্রমণ অর্থাৎ আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে। ওইদিন শীর্ষ আক্রান্ত দেশের তালিকায় ভারতের অবস্থান ছিল দশম স্থানে। এরপর ১৮ দিনের মাথায় সেই অবস্থান এখন চতুর্থ। এদিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার একদিনেই করোনায় আক্রান্ত দেশের প্রায় ১০ হাজার মানুষ। এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক।

আক্রান্ত দেশগুলির তালিকায় ভারতের অবস্থান এখন চতুর্থ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৯৯৬ জন নতুন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। এখনও পর্যন্ত ভারতে ২৪ ঘণ্টায় এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৪১ হাজার ২৯ জন।

মহারাষ্ট্রে মোট সংক্রমিতের সংখ্যা ৯৪ হাজার ৪১ জন। তামিলনাড়ুতে মোট সংক্রমিত ৩৬ হাজার ৮৪১ জন এবং দিল্লিতে মোট সংক্রমিত ৩২ হাজার ৮১০ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে। লকডাউন শিথিল হওয়ার দিন কয়েকের মধ্যেই সংক্রমণের বাড়বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid-19, #England, #India

আরো দেখুন