সংরক্ষণ মৌলিক অধিকার নয়ঃ সুপ্রিম কোর্ট
সংরক্ষণের অধিকার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার নয়। বৃহস্পতিবার একটি রায়ে এমনই জানালো সুপ্রিম কোর্ট৷
তামিলনাড়ুর অনগ্রসর শ্রেণীর পড়ুয়াদের জন্য ডাক্তারির সর্বভারতীয় কাউন্সেলিং-এ ৫০ শতাংশ আসন সংরক্ষণ করার দাবি নিয়ে মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। সিপিআই, ডিএমকে-সহ একাধিক রাজনৈতিক দল এই মামলায় আবেদনকারী হিসেবে যুক্ত হয়েছিল৷ এ দিন বিচারপতি এল নাগেশ্বর রাও-র নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিল, সংরক্ষণের অধিকার কোনও ভাবেই সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের আওতায় পড়ে না। ফলে, মেডিক্যাল কাউন্সেলিংয়ের ক্ষেত্রে অনগ্রসর পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ সংরক্ষণ না থাকার বিষয়টিকে মৌলিক অধিকার লঙ্ঘন বলে দাবি করা যায় না৷
আদালত বলে, ‘আমরা খুশি যে রাজনৈতিক দলগুলিও আবেদন করেছে৷ তবে, এই ক্ষেত্রে সংবিধানের ৩২ নম্বর ধারা লঙ্ঘনের যে অভিযোগ করা হয়েছে, তা একেবারেই প্রযোজ্য নয়৷’ বিচারপতি রাও ছাড়া এই বেঞ্চের সদস্য বিচারপতি কৃষ্ণ মুরারি এবং বিচারপতি রবীন্দ্র ভাট৷ রায়দানের পর আবেদনকারীরা শীর্ষ আদালত থেকে মামলা প্রত্যাহার করে হাইকোর্টে ফিরে যাওয়ার অনুমতি চাইলে সুপ্রিম কোর্ট সেই অনুমতি দেয়৷ এ বছর ফেব্রুয়ারিতেও একটি মামলায় শীর্ষ আদালত জানিয়েছিল, সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের মধ্যে পড়ে না।