করোনা সতর্কতায় মিড ডে মিলের সঙ্গে মাস্ক ও সাবান- উদ্যোগী রাজ্য
পরশু হয়ে যাওয়া বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহের ‘ভার্চুয়াল সভা’র রেশ এখনও জারি। বৃহস্পতিবার শাহকে ফের পাল্টা জবাব দিল তৃণমূল। সাংবাদিক বৈঠকে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ৩৪ বছরে বাম শাসনকে শংসাপত্র দিলেন অমিত শাহ। উনি বোধহয় সিঙ্গুর-নন্দীগ্রামের কথা জানেন না! একইসঙ্গে সরাসরি মোদীর উপর তাঁর ক্ষোভপ্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাকে বঞ্চিত করছেন মোদী।’
ভিন রাজ্যের পরিযায়ী এ রাজ্যে নিরাপত্তা পাচ্ছেন। তাই এ রাজ্য থেকে ছেড়ে যাচ্ছেন না তাঁরা। কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তা হচ্ছে না বলেও অভিযোগ পার্থর। বিজেপি বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘কুর্সি দখলের চেষ্টা না করে বাংলার পাশে দাঁড়ান। বাংলাকে কিছু না দিয়ে কুর্সি দখলের চেষ্টা করবেন না। বাংলার মানুষকে বোকা বানানো যাবে না।’
পার্থের কথায়, ‘আমাদের কাছে বড় চ্যালেঞ্জ মানুষকে বাঁচানো। আম্পানে বিপুল ক্ষতি হয়েছে বাংলার। যথা সর্বস্ব দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানো হচ্ছে।’ তিনি এ দিন ঘোষণা করেন, মিড ডে মিলের সঙ্গে এ বার মাস্ক ও সাবানও দেওয়া হবে। এমন বিপর্যয় কোনও সরকারের সামনে আসেনি। তাই এভাবে রাজনীতি করা উচিত নয় বলে জানান তিনি।