কলকাতা বিভাগে ফিরে যান

লকডাউন কাটিয়ে ইস্ট-ওয়েস্টে মেট্রোর কাজ শুরু আবার

June 13, 2020 | 2 min read

লকডাউন শেষে ইস্ট-ওয়েস্ট মেট্রো যখন ফের দৌড় শুরু করবে, তখন যাত্রাপথের দৈর্ঘ বেড়ে যেতে পারে আরও কয়েক কিলোমিটার। শুক্রবার কমিশনার অফ রেলওয়ে সেফটির (সিআরএস) প্রতিনিধি অভয়কুমার রাই সল্টলেক সেক্টর-৫ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত অংশ পরিদর্শন করার পর এমনই আশা করছেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেডের (কেএমআরসিএল) কর্তারা।

একই সঙ্গে আগামী সপ্তাহে বউবাজার থেকে শিয়ালদহ পর্যন্ত অংশের কাজ শুরু করে দেওয়া নিয়েও আশাবাদী নির্মাণ সংস্থা আইটিডি-আইটিডি সেম। বহু দিন বন্ধ পড়ে রয়েছে পূর্বমুখী সুড়ঙ্গে আটকে থাকা টানেল বোরিং মেশিনটি (টিবিএম)। এত দিন পর যন্ত্রের বিদ্যুৎ সংযোগ, হাইড্রোলিক প্রেশার, জেনারেটরের কার্যক্ষমতা ইত্যাদি পরীক্ষা শুরু করেছেন ইঞ্জিনিয়াররা। আইটিডি-আইটিডি সেমের প্রযুক্তিবিদরা জানাচ্ছেন, আগামী সপ্তাহেই কাজ শুরু হতে পারে। যন্ত্র কাজ শুরু করলে মাটির উপরে কোন বাড়িগুলো খালি করতে হবে, বাসিন্দাদের কোন হোটেলে রাখা হবে–সে হিসাবও চলছে। এক প্রযুক্তিবিদ জানিয়েছেন, সরকারি নিয়ম মেনে কাজ হবে। কলকাতা পুরসভার সঙ্গেও আলোচনা হবে। শিয়ালদহ স্টেশনের নীচে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যে স্টেশন তৈরির কাজ চলছিল, নির্দিষ্ট সংখ্যক কর্মী নিয়ে সেই কাজও চলছে। লকডাউনের মধ্যেই সরকারি নির্দেশ মেনে ওয়েলিংটন স্কোয়ারে ভেন্টিলেশন শাফট তৈরির কাজও শেষ হয়েছে।

এরই মধ্যে শুক্রবার সিআরএস প্রতিনিধি অভয়কুমার রাই সল্টলেক স্টেডিয়াম থেকে ফুলবাগান পর্যন্ত অংশ পরিদর্শন করেন। তিনি এক দফা ট্রেনে গতির পরীক্ষা নেন। এক বার ট্র্যাক ধরে হেঁটেও গোটা পথ ঘুরে দেখেন। সিগন্যাল ও টেলিকম ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে যাত্রীদের স্টেশন ছাড়ার উপায়—সবই খুঁটিয়ে দেখেন। কলকাতা মেট্রেরেল সূত্রে জানা গিয়েছে, ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর-৫ পর্যন্ত ভাড়া ২০ টাকা ধার্য হয়েছে। সিআরএস পরিদর্শনের পর কেএমআরসিএলের আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্রীয় সম্মতি পাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী। লকডাউন পরবর্তী অধ্যায়ে যখন ইস্ট-ওয়েস্ট মেট্রো ফের চালু হবে, তখন সল্টলেক সেক্টর-৫ থেকে সল্টলেক স্টেডিয়ামের বদলে একেবারে ফুলবাগান পর্যন্ত ট্রেন চলার আশা তাই উজ্জ্বল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #east west metro

আরো দেখুন