ভারতে আসছে রেডমি ৯
অনলাইনে রেডমি ৯ লঞ্চের দিন প্রকাশ্যে এল। এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট। সঙ্গে থাকছে ৫,০০০ mAh ব্যাটারি। এই ফোনের পিছনে রেডমি কে৩০ এর ডিজাইন দেখা গেয়েছে। ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা।
রেডমি ৯ সিরিজে নতুন ফোন লঞ্চ করতে চলেছে শাওমি। এই সিরিজের অধীনে লঞ্চ হবে রেডমি ৯, রেডমি ৯এ এবং রেডমি ৯সি। সম্প্রতি ইন্টারনেটে এই তিন ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফোন লঞ্চ করবে শাওমি।
রেডমি ৯এর সম্ভাব্য স্পেসিফিকেশন
রেডমি ৯ এ থাকবে একটি ৬.৫৩ ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেট থাকবে। সঙ্গে থাকবে ৪জিবি র্যাম, ৬৪জিবি স্টোরেজ। ফোনের পিছনে থাকবে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে একটি ৫,০০০ mAh ব্যাটারি থাকবে।