বিবিধ বিভাগে ফিরে যান

কোয়ারেন্টিন থেকে ফেরার পথে কন্ডোম তুলে দেওয়া হচ্ছে শ্রমিকদের হাতে

June 15, 2020 | < 1 min read

করোনার হাত থেকে বাঁচতে দীর্ঘ দিন পরে বাড়ি ফিরেও কোয়ারেন্টিন সেন্টারে থাকতে হচ্ছে পরিযায়ী শ্রমকিদের সরকারি নিয়ম মেনে। এরকমই কোয়ারেন্টিন সেন্টার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন বিহারের হাজারো পুরুষ ও মহিলা পরিযায়ী শ্রমিক। আর বেরনোর আগে রাজ্য স্বাস্থ্যদপ্তরের তরফে তাঁদের হাতে তুলে নেওয়া হচ্ছে কন্ডোম এবং গর্ভ নিরোধক ট্যাবলেট।

২০১৬ সালের জাতীয় স্বাস্থ্য সমীক্ষা অনুযায়ী, দেশের মধ্যে বিহারেই জন্মের হার সবচেয়ে বেশি।। মহিলা পিছু শিশুর জন্মের হার ৩.৪। আর সে কারণেই এই বিশেষ উদ্যোগ স্বাস্থ্যদপ্তরের। 

কন্ডোম

স্টেট হেল্থ সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর মনোজ কুমারের বক্তব্য, “এর আগে আমরা দেখেছি, মার্চ আর নভেম্বরে দোল, দিওয়ালি অথবা ছটপুজোর সময় সাধারণত বাড়ি ফেরেন পরিযায়ী শ্রমিকরা। এই দুই মাসের ঠিক ন’মাস পরই প্রসবের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তারপরই আবার সংখ্যাটা কমতে থাকে। জন্মের হার এই রাজ্যেই সবচেয়ে বেশি। সেই জন্যই এখন তাঁদের কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” 

তবে চিন্তা একটাই। কন্ডোম কিংবা ওষুধের সঠিক প্রয়োগ করবেন কিনা এই শ্রমিকরা? 

TwitterFacebookWhatsAppEmailShare

#Condom, #migrant workers, #quarantine centre

আরো দেখুন