আনলক ১: বেশি সতর্ক থাকতে হবে প্রবীণদের
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, করোনা আক্রান্তদের মধ্যে যাঁদের বয়স ৭৫ পেরিয়েছে, এ পর্যন্ত তাঁদের মৃত্যুর হার ২০ শতাংশ। ষাটোর্ধ্বদের ক্ষেত্রে এই হার কিছুটা কম হলেও তা নিশ্চিন্ত হওয়ার মতো নয় বলে জানাচ্ছেন চিকিৎসকরা। অথচ আনলক ওয়ানে অনেকেই পথেঘাটে বেরোতে শুরু করেছেন, যে দলে রয়েছেন ষাটোর্ধ্বরাও। এই অবস্থায় প্রবীণদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে চিকিৎসক মহল।
করোনা সংক্রমণ যখন প্রবল হারে মাথাচাড়া দিচ্ছে, তেমন সময়ে বৃদ্ধবৃদ্ধাদের বাড়ির বাইরে বেরোনোয় দুশ্চিন্তা বেড়েছে পরিজনদের। বয়স্কদের রোগ বিশেষজ্ঞ (জেরিয়াট্রিক স্পেশালিস্ট) কৌশিক মজুমদার বলেন, ‘আমি এখন বাইরে না-বেরোনোরই পরামর্শ দেব। আর একান্ত যদি বেরোতেই হয়, তাহলে সর্বোচ্চ সুরক্ষা বজায় রাখতে হবে। প্রয়োজনে ভিড়ের জায়গায় বোতামটা পিঠের দিকে করে রেনকোট পরতে পারেন প্রবীণরা। টুপি, গ্লাভস আর মাস্ক তো মাস্ট।’
বাড়ি ফিরে কি বাড়তি কোনও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
তাঁর কথায়, ‘জুতো বাড়ির বাইরে রাখতে হবে। বাইরে থেকে ফিরে জামাকাপড় তো সাবান জলে ভেজাবেনই। সম্ভব হলে বাইরে থেকে ফিরে অল্প গরম জলে সাবান দিয়ে স্নান করে নিতে পারেন। বর্ষা কাল আসছে তাই হালকা খাবার খেতে হবে। আর খাবার আগে এবং পরে সাবান দিয়ে হাত ধুতেই হবে।’