বাড়িতেই করুন যোগাভ্যাস – আজকের আসন ভুজঙ্গাসন
যোগ শব্দটি ভারতীয় সভ্যতায় বহু প্রাচীন। একটি বিশেষ ভঙ্গিতে মনের সংযোগ করে কিছু সময়ের জন্য স্থিরভাবে অবস্থান করাকে বলে আসন বা যোগাসন। শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে নিয়মিত যোগ অভ্যাস করার প্রয়োজন।
প্রাচীনকালে আশ্রমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বেদ অভ্যাসের সাথে সাথে শরীর গঠনের জন্য যোগাসন অনুশীলন করতে হত। যোগাসন অনুশীলন করলে দেহ সুগঠিত হয়, শরীর ও মনের বিকাশের জন্য সহায়তা করে।
আজকের আসন ভুজঙ্গাসন
এই আসন করার সময় কোমর থেকে দেহের উপরের অংশকে উপরে তুলতে হয়। এই আসন করার সময় শরীর ভুজঙ্গ বা সাপের ফনা তুললে যেমন হয় সেভাবে দেখায়। পা দুটি জোড়া ও সোজা রাখা অবস্থায় চিবুক মাটিতে রেখে উপুড় হয়ে শুতে হবে।
দু হাতের তালু বুকের দুপাশে এমন ভাবে রাখতে হবে যেন আঙুল কাঁধের সমান ও কনুই কোমরের সঙ্গে লেগে থাকে। এবার হাতে ভর না দিয়ে কোমরের জোরে বুক ও নাভির উপর অংশ উপরে তোলার চেষ্টা করুন। এই অবস্থান ৪০-৬০ সেকেন্ড পর্যন্ত করবেন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হবে।
উপকারিতা: এই আসনের দ্বারা কোমর, বুক, পীঠ, শিরদাঁড়া, পাকস্থলীর কাজ ভালো হয়। মেরুদণ্ডের বক্রতা দূর হয়। মেরুদণ্ডের সামনের অংশে স্নায়ুতন্ত্রগুলি সলরতর হয়।