দেশ বিভাগে ফিরে যান

করোনায় আক্রান্ত আপ নেত্রী অতিশী

June 17, 2020 | < 1 min read

এবার করোনায় আক্রান্ত হলেন আপ সাংসদ অতিশী মারলেনা। সংবাদমাধ্যমকে অতিশী জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরেই তিনি সর্দিকাশির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার তিনি করোনা পরীক্ষা করানা। এদিন তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

আপ নেত্রী অতিশী

এই মুহূর্তে অতিশী নিজের বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন। স্বাস্থ্য দফতরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে এত দিন কাজ করোনা নিয়ে কাজ করছিলেন। ১১ জুন এক স্বাস্থ্য আধিকারিকের শরীরে করোনা ধরা পড়ে। এর পরেই অতিশী হোম কোয়ারেন্টাইনে চলে যান। দিন দুয়েকের মধ্যেই তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। শুধু অতিশীই নয় এদিন করোনা আক্রান্ত হয়েছেন আপ নেতা অক্ষয় মারাঠেও।

গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে জ্বর শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনও, তাঁর করোনা পরীক্ষা হয়েছে। দিন কয়েক আগে জ্বর-সর্দির জন্য হাসপাতালে যেতে হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকেও। তবে তাঁর শরীরে করোনা ছিল না।

TwitterFacebookWhatsAppEmailShare

#delhi, #covid-19, #aap leader atishi marlena

আরো দেখুন