বিবিধ বিভাগে ফিরে যান

সংখ্যায় দেখে নিন কলকাতার গর্ব লিয়েন্ডার পেজের কেরিয়ার 

June 17, 2020 | < 1 min read

কলকাতার গর্ব লন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আজ তাঁর ৪৭তম জন্মদিন। তাঁর ২৯ বছরের কেরিয়ারে রয়েছে প্রচুর সাফল্য। সংখ্যার মাধ্যমে এই কীর্তিমান অলিম্পিয়ানের কেরিয়ার ফিরে দেখা যাক। 

  • ১৯৯৬ সালে নিউপোর্টে সলিটারি এটিপি সিঙ্গেলস টাইটেল জিতেছেন

  • মিক্সড ডবলসে মার্টিনা হিঙ্গিস ও পেজের জুটি চারটি গ্র্যান্ড স্ল্যাম একসঙ্গে জিতেছে।

  • ৫ বছর বয়সে তিনি টেনিস কোর্টে প্রথম নামেন

  • ১৯৯২ থেকে ২০১৬-র মধ্যে পরপর অলিম্পিক গেম খেলেন ৭টি। এই নজির বিশ্বে প্রথম ও একমাত্র।

১৭

  • জুনিওর টেনিসে ১৭ বছর বয়সে এক নম্বর স্থানে যান সিঙ্গেলসে উইম্বেল্ডন জিতে।

২৪

  • ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে পরপর ২৪ বাদ ডেভিস কাপ জেতেন মহেশ ভূপতির সঙ্গে

৩৭

  • ওনার ৩৭ টি এটিপি টাইটেল আছে পুরো কেরিয়ারে

৫৫

  • পেশাদার হিসেবে মোট ৫৫টি মেন্স ডবলস জিতেছেন।

১৫৫

  • মোট ১৫৫ জন পার্টনারের সঙ্গে খেলেছেন ১৩০টি মেন্স ও ২৫টি মিক্সড ডবলসে

৮,৫৭১,০০৬

  • সারা জীবনের কেরিয়ারে মোট জেতা অর্থের পরিমাণ ৮,৫৭১,০০৬ মার্কিন ডলার।
TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Leander Paes, #tennis player

আরো দেখুন