← বিবিধ বিভাগে ফিরে যান
সংখ্যায় দেখে নিন কলকাতার গর্ব লিয়েন্ডার পেজের কেরিয়ার
কলকাতার গর্ব লন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। আজ তাঁর ৪৭তম জন্মদিন। তাঁর ২৯ বছরের কেরিয়ারে রয়েছে প্রচুর সাফল্য। সংখ্যার মাধ্যমে এই কীর্তিমান অলিম্পিয়ানের কেরিয়ার ফিরে দেখা যাক।
১
- ১৯৯৬ সালে নিউপোর্টে সলিটারি এটিপি সিঙ্গেলস টাইটেল জিতেছেন
৪
- মিক্সড ডবলসে মার্টিনা হিঙ্গিস ও পেজের জুটি চারটি গ্র্যান্ড স্ল্যাম একসঙ্গে জিতেছে।
৫
- ৫ বছর বয়সে তিনি টেনিস কোর্টে প্রথম নামেন
৭
- ১৯৯২ থেকে ২০১৬-র মধ্যে পরপর অলিম্পিক গেম খেলেন ৭টি। এই নজির বিশ্বে প্রথম ও একমাত্র।
১৭
- জুনিওর টেনিসে ১৭ বছর বয়সে এক নম্বর স্থানে যান সিঙ্গেলসে উইম্বেল্ডন জিতে।
২৪
- ১৯৯৭ থেকে ২০১০ সালের মধ্যে পরপর ২৪ বাদ ডেভিস কাপ জেতেন মহেশ ভূপতির সঙ্গে
৩৭
- ওনার ৩৭ টি এটিপি টাইটেল আছে পুরো কেরিয়ারে
৫৫
- পেশাদার হিসেবে মোট ৫৫টি মেন্স ডবলস জিতেছেন।
১৫৫
- মোট ১৫৫ জন পার্টনারের সঙ্গে খেলেছেন ১৩০টি মেন্স ও ২৫টি মিক্সড ডবলসে
৮,৫৭১,০০৬
- সারা জীবনের কেরিয়ারে মোট জেতা অর্থের পরিমাণ ৮,৫৭১,০০৬ মার্কিন ডলার।