রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্বের প্রথম অটিজম টাউনশিপ বাংলায় 

June 18, 2020 | < 1 min read

অটিজম টাউনশিপ তৈরী হতে চলেছে বাংলায়৷ পরিকল্পনামাফিক সবকিছু ঠিকঠাক এগোলে বিশ্বের দরবারে ইতিহাস তৈরী করবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ বাংলা আরও একবার উজ্জ্বল হবে বিশ্বের দরবারে৷ 

অটিজম আক্রান্তদের জন্য আলাদা টাউনশিপের নজির ভারবর্ষে তো নেই, গোটা বিশ্বের কোথাও এরকম কোনও টাউনশিপ নেই৷ উস্তির কাছে ডায়মন্ডহারবার রোডের শিরাকোলে ৫০ একর জমিতে এই বিশেষ টাউনশিপটি তৈরী হবে৷ পুর ও নগর উন্নয়ন নিগমের তরফে এই ঘোষণা করা হয়েছে৷ 

চতুর্থ বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলনে এই সিদ্ধান্ত হয়৷ মউ সাক্ষরও হয়ে গেছে৷ ৩৯ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবও এসেছে৷ দপ্তর সূত্রে খবর, টাউনশিপের মধ্যে হাসপাতালের পাশাপাশি থাকছে বসবাসের আবাসন, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কনফারেন্স হল৷ 

যেসব শিশুরা অটিজমের শিকার তারা বিভিন্ন রকম প্রশিক্ষণও নিতে পারবে এখানে৷ তাদের জন্য নয়া দিগন্ত খুলে দিতেই দক্ষিণ ২৪ পরগনায় এই বিশেষ টাউনশিপটি তৈরীর কথা ভেবেছে রাজ্য সরকার৷ প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকবে একটি বেসরকারি সংস্থা৷ ৬০০ কোটি টাকা বিনিয়োগে চার বছরের মধ্যে তৈরী হবে টাউনশিপটি৷ 

পরিকল্পনা রয়েছে এখানে একটি কলেজ তৈরীরও, যেখানে অটিজম নিয়ে বিভিন্ন গবেষণার কাজও করার সুযোগ পাওয়া যাবে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Autism township

আরো দেখুন