বিনোদন বিভাগে ফিরে যান

করোনা আবহে একাধিক অভিনেত্রী বদল টলিপাড়ার ধারাবাহিকে

June 19, 2020 | < 1 min read

দীর্ঘদিন পর টলিপাড়ায় ধারাবাহিকের শ্যুটিং শুরু হয়েছে। প্রযোজক-চ্যানেলের উপর থেকে দুশ্চিন্তার  কালো মেঘ সরতে না সরতেই আর এক নতুন সমস্যার শুরু। করোনা পরিস্থিতিতে একাধিক ধারাবাহিকের চরিত্রাভিনেতারা বদলে যাচ্ছেন। অবশ্য এর পিছনে করোনা আতঙ্কই কাজ করছে। ‘সিংহলগ্না’ ধারাবাহিকের লগ্না চরিত্রে এতদিন অভিনয় করত ছোট্ট ঐশানী দে। কিন্তু চ্যানেল সূত্রে খবর, ঐশানীর পরিবার নাকি এখন তাকে শ্যুটিংয়ে পাঠাতে চাইছেন না। কারণ তাঁরা কোনও রকম ঝুঁকি নিতে নারাজ। বিকল্প পথ অবলম্বন করেছেন ধারাবাহিকের নির্মাতারা। এবারে লগ্না চরিত্রে অভিনয় করবে প্রত্যাশা সাহা। তার কথায়, ‘এই প্রথম ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে আমি খুব খুশি। চরিত্রটার জন্য অনলাইন অডিশন দিয়েছিলাম। এটা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা।’

টলিপাড়ার অভিনেত্রী

অন্যদিকে, ‘বেদের মেয়ে জোৎস্না’ ধারাবাহিকের জোৎস্না অর্থাৎ স্নেহা দাস ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। চ্যানেল সূত্রে খবর, করোনা পরিস্থিতিতে শ্যুটিংয়ের ঝুঁকি নিতে চাইছিলেন না এই অভিনেত্রীও। ফলে স্নেহার পরিবর্তে এবারে জোৎস্নার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ অনিন্দিতা রায়চৌধুরীকে। অনিন্দিতার কথায়, ‘সীমানা পেরিয়ে ধারাবাহিকের পর এটা চ্যানেলের সঙ্গে আমার দ্বিতীয় কাজ। এই প্রথম ফ্যান্টাসি ধারাবাহিকে অভিনয় করব বলে আমি খুবই উত্তেজিত।’

বদলে গিয়েছে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকের হিয়া অর্থাৎ অনামিকা চক্রবর্তী। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, কনটেনমেন্ট জোনে তাঁর বাড়ি বলে শ্যুটিংয়ে আসতে পারছেন না তিনি। ফলে তাঁর পরিবর্তের খোঁজ চলছে। অবশ্য, প্রতিক্রিয়া জানার জন্য  অনামিকাকে বৃহস্পতিবার ফোন করা হলে তাঁকে পাওয়া যায়নি। এদিকে, হিয়ার চরিত্র থেকে তাঁকে  সরিয়ে দেওয়া হচ্ছে, এই খবর জানাজানি হতেই অনামিকার অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangla Serials, #Tollywood, #covid-19

আরো দেখুন