আপনার ক্ষুদেটিকে ঘর গোছাতে শেখান
অনেক অভিভাবকই আছেন যারা নিজের সন্তানকে চোখের পলকে সাজিয়ে রাখতে চান। এতোই আলতো করে বড় করতে চান যে সন্তানদের টুটো ভেঙ্গে দুটোটিও করতে দেন না। এতে কিন্তু সন্তান আপনার ওপর খুব বেশি করে নির্ভরশীল হয়ে পড়বে।
ওদের স্বনির্ভর হতে দিন। হালকা কিছু কাজ করতে বলুন। তাতে চাপও পড়বে না আর স্বনির্ভরতাও বাড়বে।
কাজে আগ্রহ বাড়াতে সাহায্য করুন বিভিন্ন উপায়েঃ
• জোর করে বাচ্চাদের দিয়ে কোনও কাজ করাবেন না। এতে হিতে বিপরীতই হবে।
• ওদের মতামতকে প্রাধান্য দিন। এতে উৎসাহ বাড়বে।
• সন্তানের মন বুঝে ভালোবাসা দিয়ে তাকে কাজ করিয়ে নিন।
•যেভাবেই গোছাক, প্রশংসা করুন। ভুল ধরলে কাজের প্রতি উৎসাহ হারাবে।
• সকলের সামনে বাচ্চার সমালোচনা করবেন না। এতেও ওর আত্মবিশ্বাস কমতে পারে।
• সন্তানকে বাড়ির অন্যান্য ছোটখাটো কাজে নিযুক্ত করুন।
• যখন আপনার সন্তান ঘর গোছাবে ওর পাশে থাকুন এবং সাহায্য করুন।
• বাচ্চারা সব সময় খেলার ছলে কাজ করতে পছন্দ করে। সেটা মাথায় রাখুন।