বিবিধ বিভাগে ফিরে যান

আপনি কি জানেন বিশ্ব সঙ্গীত দিবসের ইতিকথা? 

June 20, 2020 | < 1 min read

আজকের দিনটা না হয় করোনা আর অর্থনৈতিক মন্দার একঘেয়ে খারাপ খবর ছেড়ে শুরু হোক গানে গানেই৷ আর প্রাণে আসুক শান্তি ৷ সঙ্গীতপ্রেমীদের কাছে গানের জন্য আলাদা কোনও দিন বা সময় নেই ৷ গান ২৪ ঘণ্টার ৭ দিনের ৷ তাও যেমন ভালোবাসার জন্য রয়েছে বিশেষ প্রেম দিবস, তেমনি গানের জন্যই বিশেষ দিবস এই বিশ্ব সঙ্গীত দিবস৷

২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক সঙ্গীত দিবস হিসেবে পালিত হয়ে থাকে। সে অর্থে আজ সঙ্গীতপ্রেমীদের জন্য একটি বিশেষ দিন। এই দিনটি আন্তর্জাতিকভাবে পালনের শুরুটা হয় ফ্রান্সে। ফ্রান্সের একটি ঐতিহ্যবাহী সঙ্গীত উৎসবের নাম ‘ফেট ডে লা মিউজক’। এর অর্থ বিশ্বজুড়ে সঙ্গীতের দিন। বিশেষ এই মিউজিক ফেস্টিভ্যালকে ঘিরে ফ্রান্সে পালিত হয় সঙ্গীতবিষয়ক বৈচিত্র্যময় নানা আয়োজন।

বিশ্ব সঙ্গীত দিবস

প্রথম থেকেই আলোচিত এই ফেস্টিভ্যালে অংশ নেবার জন্যে হাজির হতো বহু দেশের অসংখ্য সঙ্গীতজ্ঞ। ১৯৮১ সালে ফ্রান্সের সাংস্কৃতিক মন্ত্রী জ্যাক লাঙ এই উৎসবকে একটি আন্তর্জাতিক রূপ দেবার চেষ্টা করেছিলেন। তারপর ১৯৮২ সালেই বিশেষ এই সঙ্গীত উৎসবের দিনটি ‘ওয়ার্ল্ড মিউজিক ডে’ হিসেবে সমৃদ্ধি লাভ করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#music album, #world music day

আরো দেখুন