বিবিধ বিভাগে ফিরে যান

যেসব ভারতীয় কোম্পানিগুলিতে চীন বিনিয়োগ করেছে

June 20, 2020 | < 1 min read

ভারত-চীন সম্পর্কের অবনতি হওয়ার পর থেকেই ভারতে চীনা দ্রব্য বর্জনের হিরিক পড়েছে। তার সব থেকে বেশি প্রভাব পড়েছে চীনা অ্যাপ ‘টিকটক’ এর ওপর। কিন্তু জানেনকি এদেশের বহু কোম্পানিতেই বিনিয়োগ করেছে চীন।

দেখে নিন কোন কোন কোম্পানিতে মুখ্য বিনিয়োগকারী চীনঃ

পেটিএম

পেটিএম একটি ভারতীয় পেমেন্ট এবং ই-কমারস কোম্পানি। কিন্তু জানেন কি এই কোম্পানির অনুপ্রেরণা, ভাবনা, লগ্নি সব কিছুর নেপথ্যেই চীন! এটিই প্রথম ভারতীয় কোম্পানি যারা চীনা ই-কমারস কোম্পানি আলিবাবার ৬২৫ মিলিয়ান ডলারের লগ্নি গ্রহন করে।

হাইক মেসেঞ্জার

ভারতের এই জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ কোম্পানিটি দুই চীনা সংস্থা, চাইনিজ ইন্টারনেট জাইন্ট ট্যান্সেন্ট হোল্ডিংস এবং ফক্সকন টেকনোলজি গ্রুপ অফ তাইওয়ান থেকে ফান্ডিং পায়।

যেসব ভারতীয় কোম্পানিগুলিতে চীন বিনিয়োগ করেছে

স্ন্যাপ ডিল

ভারতীয় এই জনপ্রিয় ই-কমারস কোম্পানিটির মোট ২৩ টি বিনিয়োগকারী রয়েছে। তাদের মধ্যে অন্যতম বিনিয়োগকারী সংস্থা সফটব্যাঙ্ক চাইনীজ ইকমারস সংস্থা আলিবাবাতেও বিনিয়োগ করেছে।

ওলা

ভারতের সবচেয়ে জনপ্রিয় পরিবহন কোম্পানিটির অন্যতম বিনিয়োগকারী চীনা কার অ্যাপ সংস্থা ডিডি কুয়াইডি।

আইবিবো, মেক মাই ট্রিপ

সম্প্রতি মেক মাই ট্রিপ, আইবিবো গ্রুপ কিনেছে। এর ফলে ভারতের সবচেয়ে বড় পরিবহন কোম্পানিগুলি, রেডবাস, মেক মাই ট্রিপ, গো আইবিবো, রাইডি, রাইটস্টে এক ছাতার তলায় এসেছে। এই আইবিবো কোম্পানির বড় অংশের মালিক চীনা বিনিয়োগকারী সংস্থা ট্যানসেন্ট।

ফ্লিপকার্ট

বর্তমানে ওয়ালমারট গ্রুপের অন্তর্ভুক্ত এই সংস্থার অনেকটা শেয়ারই রয়েছে চীনা কোম্পানি ট্যান্সেন্টের দখলে। 

মাই ফারমেসি

এই স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থাটিতে চীনা সংস্থা সাইবার ক্যাপিটালের বিনিয়োগ রয়েছে। এছাড়া এই চীনা সংস্থাটি জুমকার এবং ইন্ডিয়ালেন্ডে বিনিয়োগ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#indian companies, #china invested, #india china standoff

আরো দেখুন