কলকাতা বিভাগে ফিরে যান

লালবাজার – রহস্য-রোমাঞ্চের ঠাসবুনোটে টানটান উত্তেজনার সিরিজ

June 20, 2020 | 2 min read

লালবাজার। নামটা শুনলেই মনে উদ্রেক হয় রহস্য, রোমাঞ্চ, খুন, রাহাজানির নানা কথা। চোর, পুলিশ, ক্রাইম, থ্রিল – এই সবের সংমিশ্রণে টগবগ করে ফুটতে থাকে রক্ত। যারা সুপ্রতিম সরকারের গোয়েন্দাপীঠ লালবাজার সিরিজটা পড়েছেন তাদের অনেকের দাবি ছিল কলকাতা পুলিশের নানা অভিযান নিয়ে তৈরী হোক একটি ওয়েব সিরিজ। পরিচালক সায়ন্তন ঘোষাল দর্শকদের উপহার দিলেন এমনই এক দুর্দান্ত থ্রিলার।

কলকাতা শহরের ভেতর আছে আরেকটা কলকাতা। অপেক্ষা শুধু আবিষ্কারের। ডক অঞ্চলের পতিতা পল্লী থেকে দক্ষিণ কলকাতার আবাসন – পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক অন্য জগৎকে ধরেছেন পরিচালক। এখানে সুপরিকল্পিতভাবে, ঠান্ডা মাথায় ঘটানো হয় নানা অপরাধ। পুলিশ থেকে যৌনকর্মী – সকলের মুখোশের আড়ালে লুকিয়ে গভীর ইতিহাস। সেটিই উন্মোচিত হয় এপিসোডের পর এপিসোডে।

সিরিজের সূত্রপাত ওয়াটগঞ্জ এলাকায় এক যৌনকর্মী রুবির খুন দিয়ে। সন্তানসম্ভবা সেই মহিলার খুনকে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ক্ষমতাশালী কেউ একজন। শুরু হয় এক হত্যালীলা। রহস্যের বাঁক যত ঘোরে, সামনে আসে হাঁড় হিম করা নানা তথ্য। পাশাপাশি, লালবাজারের হোমিসাইড শাখা শহরজুড়ে নানা কেসে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত ধরা পড়বে রুবির হত্যাকারী? জানতে হলে দেখতে হবে এই থ্রিলার।

রুবির খুন এক সূত্রে বেঁধে রেখেছে এই সিরিজটি। কিন্তু, প্রত্যেকটি পর্বেই ঘটে যায় আরও অনেক অপরাধ। মনে পড়ে যায় কঙ্কালকাণ্ডের কথা। নারীপাচার, নাবালকদের অপরাধপ্রবণতা, হোমের নামে যৌনাচার, ডেটিং সাইটে প্রতারণার মত নানা সামাজিক ব্যাধি উঠে আসে চিত্রনাট্যে। আর এই রহস্যগুলির সমাধানে নেই ফেলুদা বা ব্যোমকেশের মত লার্জার দ্যান লাইফ কোনও হিরো। সাধারণ দিন আনা দিন খাওয়া অফিসাররাই জীবন্ত করে তোলেন লালবাজারকে।

এই সিরিজের অভিনেতাদের তালিকা যেন চাঁদের হাট। কে নেই? সব্যসাচী চক্রবর্তী, কৌশিক সেন, সুব্রত দত্ত, গৌরব চক্রবর্তী, সৌরসেনী মৈত্র, দিব্যেন্দু ভট্টাচার্য, ঋষিতা ভট্ট, রঞ্জিনী চক্রবর্তী, রব দে এবং অন্যরা ছাপ ফেলে যান মনে। বিশেষভাবে মনে ধরবে অনির্বাণ চক্রবর্তীর অভিনয়। পুলিশের দমবন্ধ করা গাম্ভীর্যের মাঝে উনি যেন হালকা বৃষ্টির ছাঁট।

সায়ন্তন ঘোষালের সুনিপুণ পরিচালনায় সঙ্গত দিয়েছে রঙ্গন চক্রবর্তীর লেখনী, দেবজ্যোতি মিশ্রর সঙ্গীত, রম্যদীপ সাহার চিত্রগ্রহণ, গৌরব দত্তর সম্পাদনা এবং সৌমিত্র সরকারের পরিস্ফুটন। এখনও ভাবছেন উইকেন্ডে কি করবেন? দেখে ফেলুন কলকাতার পটভূমিকায় টানটান উত্তেজনায় ভরপুর এই সিরিজটি।

রেটিং: ৪/৫ স্টার

TwitterFacebookWhatsAppEmailShare

#LALBAZAR POLICE, #thriller series

আরো দেখুন