← পেটপুজো বিভাগে ফিরে যান
ফাদার্স ডে উপলক্ষে বাবার মুখমিষ্টি করুন এই পদগুলি দিয়ে
আজ ফাদার্স ডে। জন্মের পর থেকে যে মানুষটি আপনার প্রতিটি সখ-আহ্লাদের খেয়াল রেখেছেন, এই দিনটিতে সেই মানুষটির জন্য কিছু বিশেষ পদ রান্না করে তাক লাগিয়ে দিন। আজ বাবাকে নিজের হাতে রান্না করে খাওয়ান।
দেখে নিন এই সহজ রেসিপিগুলি:
চকোলেট কেক
উপকরণ
- ওরিও বিস্কুট ২ প্যাকেট
- দুধ ১ কাপ
- ইনো এক প্যাকেট
প্রণালী
- ওরিও বিস্কুটগুলিকে গ্রাইন্ডারে গুড়ো করে নিন। এরপর দুধ ঢেলে আরো কিছুটা সময় গ্রাইন্ডারে ঘুরিয়ে নিন যাতে কোন লাম্পস না থাকে।
- এবার এক প্যাকেট ইনো এই ব্যাটারে মিশিয়ে দিন। গ্যাসে একটা চাটুকে প্রিহিট করতে দিন।
- ইতিমধ্যে একটি অ্যালুমিনিয়ামের পাত্রকে বাটার মাখিয়ে বাটার পেপার লাগিয়ে নিন। সেই পাত্রে কেকের ব্যাটারটি ঢেলে প্রিহিট করা চাটুতে বসিয়ে ঢেকে দিন।
- গ্যাসের ফ্লেম কমিয়ে দিন। ৪০ মিনিট পর একটি টুথ পিক ঢুকিয়ে দেখে নিন।
- টুথ পিকে ব্যাটার না লেগে পরিস্কার বেরিয়ে এলে তৈরি হয়ে গেল আপনার চকোলেট কেক।
- এবার ঠান্ডা করে চকোলেট গ্রানাস দিয়ে পরিবেশন করুন।
গোলাপ জাম
উপকরণ
- গুঁড়ো দুধ ৫ টেবিল চামচ,
- ময়দা ২ টেবিল চামচ,
- বেকিং সোডা ১/৮ চা চামচ,
- ডিম ১টি,
- ডুবো তেলে ভাজার জন্য ২ কাপ তেল
সিরার জন্য
- চিনি ১ কাপ,
- জল ১ কাপ,
- এলাচ গুঁড়া ১/৮ চা চামচ
প্রণালী
- একটি সস প্যানে সিরা বানানোর জন্য সব উপকরণ দিয়ে রাখুন এবং গ্যাসের আঁচ মাঝারি রাখুন।
- এরপর চিনি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন। তারপর গ্যাস বন্ধ করুন।
- এবার একটি বাটিতে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং সোডা মেশান। তারপর একটি ডিম মেশান। মাখানো মিশ্রণ থেকে ১০টি একই রকম বল তৈরি করুন।
- বলগুলো পাকাতে থাকুন যতক্ষণ না বলগুলো মসৃণ হয় এবং নিশ্চিত করতে হবে যেন কোথাও কোনো ভাঙা না থাকে।
- এবার একটি পাত্রে দু কাপ তেল দিয়ে গ্যাসের আঁচ বাড়িয়ে দিন অল্প করে। বলগুলো কিছুক্ষণ পর আস্তে আস্তে ডুবো তেলে ছাড়ূন।
- বলগুলো চারদিকে হালকা বাদামি রঙ ধারণ করলে বলগুলো ঘুরিয়ে দিন যেন সব জায়গায় একই রকম রঙ হয়।
- এরপর বাদামি রঙ হলে সেগুলোকে চামচ দিয়ে নামিয়ে নিন।
- এবার আগে তৈরি করা সিরা গ্যাসের ওপর হালকা আঁচে বসান এবং তার ভেতর গোলাপ জামগুলো ছেড়ে দিন।
- আস্তে আস্তে আপনার তৈরি জামগুলো দেখতে সুন্দর ও নরম হবে। এবার সুন্দর করে পরিবেশন করুন সুস্বাদু গোলাপ জাম।