সূর্যগ্রহণ সম্পর্কে যেসব ধারণা পরিবর্তন করা জরুরি
সূর্য বা চন্দ্রগ্রহণকে ঘিরে ভারত সহ পৃথিবীর বিভিন্ন জায়গাতেই নানারকম প্রচলিত ধারণা রয়েছে। যার অনেকাংশেই বাস্তবের সাথে কোন মিল নেই।
দেখে নেওয়া যাক সূর্যগ্রহণ সম্পর্কে সেই প্রচলিত ধারণাগুলি কি এবং তার বাস্তবতা:
প্রচলিত ধারণা: সূর্যগ্রহণের সময় কোনো ধরণের খাবার বা পানীয় গ্রহণ করলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
বাস্তব: এরকম ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি বিজ্ঞানীরা খুঁজে পাননি।
প্রচলিত ধারণা: সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে।
বাস্তব: এই ধারণাও বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন।

প্রচলিত ধারণা: সূর্যগ্রহণের সময় ভ্রমণ করলে সূর্য থেকে নিঃসৃত ক্ষতিকর রশ্মি গায়ে লেগে ত্বকের ক্ষতি করতে পারে।
বাস্তব: গ্রহণের সময় সূর্য থেকে আলাদা কোনো ক্ষতিকর রশ্মি নিঃসরণ হয় না, কাজেই আলাদাভাবে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।
প্রচলিত ধারণা: সূর্যগ্রহণের ফলে ক্ষতিকারক রশ্মির প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে গ্রহণের শেষে স্নান করা দরকার।
বাস্তব: সাধারণ অবস্থায় সূর্যের রশ্মি গায়ে লাগলে যতটা ক্ষতি হত, সূর্যগ্রহণের সময় তার চেয়ে বেশি ক্ষতির সম্ভাবনা নেই। কাজেই সূর্যগ্রহণের সময় যে আলাদাভাবে অতিরিক্ত ক্ষতি হবে, এই ধারণার কোনো ভিত্তি নেই।
প্রচলিত ধারণা: সামান্য সময়ের জন্যও খালি চোখে সূর্যগ্রহণ দেখলে চোখের ক্ষতি হতে পারে
বাস্তব: সূর্যগ্রহণের দিন মানুষ সূর্যের দিকে খালি চোখে তাকায়, কারণ সেদিন সূর্যের প্রখরতা অন্যান্য সময়ের চেয়ে অনেক কম থাকে। যে কোনো সাধারণ দিনে মানুষ সূর্যের দিকে কিছুক্ষণ তাকালেও চোখের ক্ষতি হবে। পার্থক্যটা হলো, সাধারণ দিনে মানুষ তাকায় না, সূর্যগ্রহণের সময় মানুষ তাকায়, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়।