রাজ্য বিভাগে ফিরে যান

গরিব কল্যাণ রোজগার যোজনা থেকে কেন বাদ গেল বাংলা? – মোদীকে প্রশ্ন অভিষেকের

June 22, 2020 | 2 min read

গত সপ্তাহেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সাংবাদিক বৈঠক করে ৫০ হাজার কোটি টাকার গরিব কল্যাণ রোজগার যোজনা ঘোষণা করেছিলেন। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, সেই প্রকল্প বাস্তবায়িত হবে ৬ টি রাজ্যের ১১৬ টি জেলায়। কিন্তু দেখা যায়, তাতে নাম নেই বাংলার কোনও জেলার। এবার তাই নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকারের নয়া কর্মসংস্থান প্রকল্পে কেন বাংলার স্থান হল না এবং বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের কেন এই উদাসীনতা? বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মোদীকে এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিষেক।

বুধবার টুইটে মোদীকে ট্যাগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘বাংলার প্রায় ১১ লক্ষ পরিয়ায়ী শ্রমিক যারা বাড়ি ফিরে এসেছেন কেন তাদের উদ্বেগের বিষয়টি স্পষ্টভাবে উপেক্ষা করা হল। গরিব কল্যাণ রোজগার অভিযানে কেন বাংলাকে অন্তর্ভুক্ত করা হল না? বাংলার মানুষের প্রতি কেন এই উদাসীনতা?’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ শানালেন যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেকের টুইটকে শেয়ার করে তৃণমূলের রাজ্যসভায় দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়নের প্রশ্ন, ‘সংসদের অধিবেশনও নেই। তবে এই প্রশ্নের উত্তর কে দেবেন?’ গোটা বিষয়ে কেন্দ্রকে নিশানা করেন বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘কেন্দ্র কীভাবে জেলা বেছে নিচ্ছে, এটা আমি বুঝতে পারলাম না। ২৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক যদি শর্ত হয়, তবে বাংলার অনেক জেলার নাম আমি বলতে পারি। রাজ্যের সঙ্গে এমন বৈষম্যমূলক আচরণ কেন্দ্রকে মানায় না।’

কেন্দ্রীয় প্রকল্পের জন্য ৬ রাজ্য – উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড-এর মোট ১১৬ জেলাকে বেছে নিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখযোগ্য, ছ’টি রাজ্যের মধ্যে ৩টি এনডিএ শাসিত। ওই রাজ্যের জেলাগুলির মধ্যে যেখানে পরিযায়ী শ্রমিকের সংখ্যা ২৫ হাজারের বেশি, সেখানে ১২৫ দিনের মধ্যে পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের কাজের বন্দোবস্ত করা হবে। প্রধানমন্ত্রী মোদীর কথায়, ‘এতদিন নগরোন্নয়নে যুক্ত থাকা পরিযায়ী শ্রমিকরা এবার গ্রামোন্নয়নের কাজে হাত লাগাবেন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #garib kalyan yojana scheme, #Narendra Modi

আরো দেখুন