দেশ বিভাগে ফিরে যান

চিন-ভারত দুই সেনাই সীমান্ত লঙ্ঘন করে, বিস্ফোরক ভি কে সিং

June 22, 2020 | 2 min read

শুক্রবার সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, ভারতের ভূখণ্ডে কেউ অনুপ্রবেশ করেনি। ঠিক তার পরদিনই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিংয়ের দাবি, শুধু চিন ভারতীয় ভূখণ্ডে ঢোকেনি, ভারতীয় সেনাও সেদিন চিনা ভূখণ্ডে ঢুকেছিল! সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন সেনাপ্রধানের বক্তব্য, ১৫ জুন সংঘর্ষের দিন চিনের কয়েকজন সেনা যেমন ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল, তেমনই কিছু ভারতীয় সেনাও চিনের ভূখণ্ডে ঢুকেছিল। চিন যেমন আটক ভারতীয় সেনাদের ফিরিয়েছে, তেমনই ভারতও আটক চিন সেনাদের ফিরিয়ে দিয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি কে সিং

মোদী সরকার শুরু থেকে দাবি করে আসছে, ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেনি। শুক্রবার মোদী জানান, চিনা সেনাও ভারতে অনুপ্রবেশ করেনি। এই দাবি ঘিরেই বিরোধীরা প্রশ্ন তুলেছিল, গলওয়ান উপত্যকা তো ভারতের অংশ, সেখানে যদি চিনা সেনা অনুপ্রবেশ না করে থাকে তা হলে সোমবারের সংঘর্ষটা হল কোথায়? তা হলে কি ভারত চিনের অংশে ঢুকেছিল? রবিবারও কংগ্রেস নেতা কপিল সিবাল প্রশ্ন তোলেন, ‘বিশেষজ্ঞ, সেনা আধিকারিকদের দাবির পাশাপাশি উপগ্রহ চিত্র যখন দেখাচ্ছে প্যাংগং লেকে ভারতের প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত অংশে চিনা অনুপ্রবেশ হয়েছিল, তখন সরকার চিনা অনুপ্রবেশের কথা অস্বীকার করছে কেন?’ উপগ্রহ চিত্রের প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধীও। চাপের মুখে শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর বিবৃতি জারি করে ব্যাখ্যা দিয়েছিল, চিনা সেনা অনুপ্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু ভারতীয় সেনার বীরত্বের জন্যই তা পারেনি। কিন্তু ভি কে সিংয়ের এই মন্তব্য সরকারের সব দাবিকেই প্রশ্নের মুখে ফেলে দিল।

ভারতের ১০ জন সেনাকে চিন ফিরিয়ে দিয়েছে বলে বেশ কিছু মিডিয়া রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ভি কে সিংয়ের দাবি, ‘আমরাও তো ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়া চিনা সেনাদের ফিরিয়ে দিয়েছি। আর ভারতে যদি ২০ জন জওয়ান শহিদ হয়ে থাকেন, চিনের ক্ষেত্রে সংখ্যাটা দ্বিগুণ। আমাদের কাছে যা খবর, ওদের ৪৩ জন সেনা মারা গিয়েছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#india china standoff, #VK singh

আরো দেখুন